ইতালির মিলান লোম্বার্দিয়ায় কুমিল্লা সমিতির বিজয় দিবস উদযাপন
ফেরদৌসী আক্তার পলি
ইতালির মিলান লোম্বার্দিয়ায় বাংলাদেশের বিজয়ের গল্প গাঁথা “ গান ,কবিতা ,গল্প ,ছড়া পাঠের মধ্যে দিয়ে ৪৭ তম মহান বিজয় উদযাপন করেছে প্রবাসী বৃহত্তর কুমিল্লা সমিতি। দিবসটি উপলক্ষে বৃহত্তর কুমিল্লা সমিতি ১৬ ডিসেম্বর রোববার সন্ধ্যা ৭ টায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান থেকে তেলওয়াত করেন ধর্ম বিষয়ক সম্পাদক জাফর ইকবাল। এরপর জাতীয় সংগীত পরিবেশন ও অনুষ্ঠান এর শুরুতেই লাল সবুজের পতাকার বিজয়ের প্রতীক ,বিজয়ের ফুল পরিয়ে আগত অতিথিদের স্বাগত জানান বৃহত্তর কুমিল্লা সমিতির কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ। সংক্ষিপ্ত পরিসরে স্বাধীনতার যুদ্ধকালীন সময়ের একটি প্রামাণ্য চিত্র তুলে ধরা হয় উপস্থিত দর্শকদের জন্য ।
বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি হাসিব আলম সেলিম এর সভাপতিত্বে এবং উপদেষ্ঠা জামাল আহমেদ ও সিনিয়র সদস্য ফেরদৌসী পলির যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক হাবিল খান । এ সময় আরো বক্তব্য রাখেন উপদেষ্টা আবুল বাসার ও আব্দুল কাদের।
অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন মিলান আওয়ামীলীগ এর প্রধান উপদেষ্ঠা হান্নান মাষ্টার, মিলান লোম্বার্দিয়া বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল্লাহ আলমামুন ,মিলান লোম্বার্দিয়া আওয়ামী যুবলীগ এর সভাপতি মামুন খান ও মিলানো জনতা এক্সচেঞ্জ এর মেনেজার মিজানুর রহমান সহ আরো অনেকে । বক্তারা বলেন অর্জিত স্বাধীনতার মান রক্ষা করাই আমাদের বিজয়ের শপথ । অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মিলান বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক ,সামাজিক,সাংস্কৃতিক ,সমিতি সংগঠন এর ব্যক্তিবর্গ ।