ইতালি আওয়ামীলীগের আয়োজনে অনুষ্ঠিত হলো ইফতার ও দোয়া মাহফিল
ফেরদৌসী আক্তার পলি ,ইতালি:গত রবিবার আঠারো রমজানে , মিলানোর পার্শবর্তী গাল্লারাতের স্থানীয় একটি রেস্টুরেন্টে প্রবাসী বাংলাদেশীদের নিয়ে , ইতালি আওয়ামীলীগ ভারেজ জেলা শাখা, এই ইফতারের আয়োজন করে। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি আওয়ামীলীগ ভারেজ জেলা শাখার সভাপতি সিরাজুল ইসলাম হাওলাদার ।ইফতারের পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।ভারেজ জেলা শাখা আওয়ামীলীগ এর ভারপ্রাপ্ত সভাপতি সুলতান শিকদার এর সভাপতিত্বে এবং যুগ্ন সাধারণ সম্পাদক রেজাউল করিম ও জিয়াউর রহমান এর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন ফিরোজ গাজী ,ইলতুৎমিশ পিলু ,বুলু হোসেন সুমন ,জাকির হোসেন ,মিনজাল হাওলাদার সহ আরো অনেকে। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন রোজা মানুষকে সংযম শিক্ষা দেয় আর একসাথে ইফতারের মাধ্যমে মানুষের অন্তরে জাগ্রত করে ভাতৃত্ববোধের ,তিনি আগত সকল মুসুল্লিকে আগাম ঈদ শুভেচ্ছা জানান এবং আগামীতে আবারো একসাথে ইফতারের আশাবাদ ব্যাক্ত করেন , সভা শেষে মুসলিম বিশ্বের শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাইদুর রহমান । ইফতার মাহফিলে ভারেজ জেলা শাখা আওয়ামীলীগ সহ এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।