ইতালি আওয়ামীলীগের স্বাধীনতা দিবস পালন

201
ফেরদৌসী আক্তার পলি , ইতালিঃ গত রবিবার ২৬ মার্চ সন্ধ্যা ৬ টায় মিলানোর পার্শবর্তী ,গাল্লারাতে ,স্থানীয় একটি হল রুমে বাংলাদেশ আওয়ামীলীগ ভারেজ প্রভিন্স নির্বাচন কমিশনার ,এর আয়োজনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
17578009_784036555085290_1756121204_n
নির্বাচন কমিশনার শরিফুল ইসলাম তারার সভাপতিত্বে এবং হাজি শাহ আলম এর পরিচালনায় সভার শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন আমিনুল ইসলাম হেলাল এবং গীতা পাঠ করেন দীপক বাবু।এরপর জাতীয় সংগীত পরিবেশন এবং মুক্তিযুদ্ধে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন এর মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়।
সভায় বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার নূর মোহাম্মদ মালেক ,ডাক্তার আব্দুল বারেক ,সুলতান সিকদার ,সিরাজুল ইসলাম, মোহাম্মদ সোবাহান এবং মিন্টু সহ আরো অনেকে।
17554746_784036641751948_1524491859_n
বক্তারা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সৃতি চারণ করেন এবং জাতির জনক শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না আর আমরা পেতাম না লাল সবুজের পতাকার প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে। অনুষ্ঠানে আওয়ামীলীগ সহ এর অঙ্গ সংগঠন এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.