ইতালি আওয়ামীলীগ গরিজিয়া শাখার আহবায়ক কমিটি বিলুপ্ত, নতুন কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান
ফেরদৌসী আক্তার পলি, ইতালি
শনিবার বিকাল ৫ টায় গরিজিয়া শহরের স্থানীয় মনফালকোনে একটি হলে আহবায়ক জহিরুল ইসলাম এর সভাপতিত্বে এবং নুরুল আমিন হাওলাদার ও বশির আহম্মেদের যৌথ পরিচালনায় পবিত্র কোরান তেলওয়াতের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি আওয়ামিলিগ এর সহ সভাপতি আলী আহমেদ ঢালি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি আওয়ামিলিগ এর সাধারণ সম্পাদক হাসান ইকবাল, সহ সভাপতি জাহাঙ্গীর ফরাজী, জসিম উদ্দিন জসিম, আব্দুর রফ ফকির, আবু তাহের, সেলিম দেওয়ান, মজনু দেওয়ান, মোহাম্মদ শাহজাহান কবির ইদ্রিস।
সভার শুরুতেই অনুষ্ঠানে আগত অতিথি মন্ডলীকে ফুলেল শুভেচ্ছা জানান গরিজিয়া শাখার পক্ষ থেকে নব নির্বাচিত গরিজিয়া শাখা কমিটির সভাপতি জাহাঙ্গীর সরকার ও সাধারণ সম্পাদক নুরুল আমিন হাওলাদারকে ইতালি আওয়ামিলিগ এর পক্ষ থেকে আগামীদিনের গরিজিয়া আওয়ামীলীগের দায়িত্বভার তুলে দিয়ে দলের পক্ষ থেকে তাদের গায়ে সাল পরিয়ে দিয়ে সন্মাননা প্রদান করেন। এ সময় শুভেচ্ছা জানিয়ে প্রধান অতিথি আলী আহমেদ ঢালি বলেন, এই গরিজিয়া শাখা কমিটি আগামীতে দলে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে এবং মাননীয় প্রধানমন্ত্রী দলের সভাপতি শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার আন্দোলনে জনগনের কল্যাণে কাজ করবে। এ সময় বক্তব্য রাখেন, মাসুদ পারভেজ, তফাজ্জল হোসেন তপন, মোহাম্মদ জাবেদ উল্লাহ, তৌফিকুল ইসলাম, জামাল খান সহ আরো অনেকে।
দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন জনপ্রিয় সংগীত শিল্পী ইউ কে থেকে আগত শাহনাজ সুমি সহ ইতালির স্থানীয় শিল্পীবৃন্দ। আয়েশা ও সামবিদার নৃত্যের তালে তালে দর্শক দারুন উপভোগ করেছে সাংস্কৃতিক অনুষ্ঠানটি। বিভিন্ন শহর থেকে আওয়ামিলিগ নেতৃবৃন্দ সহ স্বেচ্ছাসেবক লিগ, যুবলীগ সহ এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।