ইতালি বিএনপির আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী ও তারেক রহমান এর কারামুক্তি দিবস অনুষ্ঠিত

247
ফেরদৌসি আক্তার পলি ,ইতালিঃগত ৩ রা সেপ্টেম্বর রবিবার সন্ধ্যা ৭ টায় বি এন পির ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বি এন পীর সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এর দশম কারামুক্তি দিবস  উপলক্ষে মিলানো শহর এর স্থানীয় একটি হলে এক আলোচনা সভা  ও কেক কাটার মধ্য দিয়ে  দিবসগুলো  উদযাপন করেছে মিলান বি এন পি। পবিত্র কোরআন তেলোয়াত ও দলীয় সংগীত পরিবেশন এর মধ্য দিয়ে অনুষ্ঠানের আলোচনা সভা শুরু হয়।received_870014033154208সভার শুরুতেই বি এন পীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ন মহাসচিব হাবিব উন নবী সোহেল এক টেলিকনফারেন্সে মিলান বি এন পীর নেতাকর্মীকে শুভেচ্ছা জানান।  কেক কাটার আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলান বি এন পীর ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হোসাইন মোহাম্মদ মনির এর পরিচালনায় বক্তব্য রাখেন উপদেষ্টা  সালাউদ্দিন ভূঁইয়া , সহ সভাপতি নুরুল ইসলাম জুয়েল, সহ সভাপতি  হাসিব আলম সেলিম , যুবদল এর সভাপতি  তোফাজ্জল হোসেন তপু , যুবদল এর  সিনিয়র সহ সভাপতি  রবিন শিকদার , স্বেচ্ছাসেবক দল এর সাংগঠনিক সম্পাদক জুয়েল পাশা সহ আরো অনেকে। received_870014006487544বক্তারা  বলেন ৩৯ বছর আগে একদলীয় শাসন কায়েম করে আওয়ামী বাকশালীরা যখন বাংলাদেশে গণতন্ত্র হত্যা করেছিল ঠিক তখনিই ,গণতন্ত্রকে পুনরুদ্ধারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর প্রতিষ্টা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি বলেছিলেন ব্যক্তির চেয়ে দল বড়ো দলের চেয়ে দেশ বড়ো।  বক্তারা সভা থেকে  বর্তমান  আওয়ামী সরকারের প্রতি হুশিয়ার উচ্চারণ করে বলেন কোনো চক্রান্ত ষড়যন্ত্র করে বি এন পীর শক্তিকে  ধ্বংস করা যাবে না। কেক কাটার পূর্বে বি এন পীর চেয়ার পারসন বেগম খালেদা জিয়া ও  সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এর সু সাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে মিলান বি এন পি , যুবদল ,স্বেচ্ছাসেবক দল সহ বি এন পীর অঙ্গ সংগঠন এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.