ইতালি মিলান আওয়ামীলীগের অভিষেক ও মহান বিজয় দিবসের অনুষ্ঠান অনুষ্ঠিত
ফেরদৌসী আক্তার পলি, মিলানো, ইতালি
শনিবার বিকাল ৫ টায় স্থানীয় একটি হলে এক আনন্দঘন পরিবেশে জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ইতালি মিলান আওয়ামীলীগের অভিষেক ও মহান বিজয় দিবসের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পবিত্র কোরান তেলওয়াতের মধ্য দিয়ে প্রথম পর্বের আলোচনা সভা শুরু হয়।
মিলান আওয়ামীলীগের সভাপতি সৈয়দ মহসিন মিলনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সিরাজ খালাসী ও যুগ্ন সাধারণ সম্পাদক দানিয়াল খান এর পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিলানো ইমিগ্রেশন প্রধান, ড দনাতেল্লা ছেরা, ও ড যুবানি ফর্সাতি। অনুষ্ঠানের শুরুতেই মিলান আওয়ামীলীগের সভাপতি সীয়দ মহসিন মিলন কে ও অতিথি মন্ডলীকে ফুলেল শুভেচ্ছা জানান মিলান আওয়ামীলীগের পক্ষ থেকে। ৫১ সদস্য বিশিষ্ট মিলান আওয়ামীলীগের কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেয়া হয়, এবং মিলান আওয়ামীলীগের সভাপতি সীয়দ মহসিন মিলন সর্ব সম্মতি ক্রমে ইতালি মিলান লম্বারদিয়া আওয়ামীলীগের সভাপতি হিসেবে মোল্লা মাহাবুবুর রহমান হান্নান মাষ্টার এর নাম ঘোষণা করেন, বক্তব্য রাখেন শাহজাহান মাতব্বর, বাবু খলিফা, গৌতম ভৌমিক, খোকন শেখ, আমিন মজুমদার, সাইদুর রহমান, নুর হোসেন, আব্দুল মতিন, ইয়াসমিন আক্তার পুতুল সহ আরো অনেকে।
বক্তারা বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী হয়ে আগামীতে গণমানুষের নেত্রী, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নকে বাস্তবায়নে তার হাতকে শক্তিশালী করতে প্রবাসে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবেন বলে অঙ্গীকার করেন, এবং বক্তারা আরো হুশিয়ার করে দিয়ে বলেন যারাই আওয়ামীলীগের সাথে থেকে ষড়যন্ত্র করে তাদের বিরুদ্ধে কঠোর ভুমিকা নেবেন আগামীতে সাংগঠনিক পদ্ধতিতে, বক্তারা বলেন মিলান আওয়ামিলিগ অতীতেও ঐক্যবদ্ধ ছিল আগামীতেও থাকবে, আওয়ামিলিগ সহ যুবলীগ, পেশাজিবিলিগ, সেচ্ছাসেবকলিগ সহ এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দ্বিতীয় পর্বে এক মনমুঘ্ধকর জাকজমকপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, মূল আকর্ষণ ছিল তরুণ প্রজন্মের উঠতি নায়ক মারুফ আকিব এর চলচিত্রের সংলাপ, গান পরিবেশন করে ইতালি বেন্ড দল সহ, রত্না ভুইআ, সাগর, সাকিব, নুরে আমিন, আর ইন্ডিয়ান ডান্স গ্রুপ রাজাওয়ারা নৃত্যের তালে তালে দর্শকদের মাতিয়ে রাখে, রাত ১১ টা পর্যন্ত প্রবাসী বাংলাদেশীরা মিলান আওয়ামীলীগের অভিষেক অনুষ্ঠানটি দারুন উপভোগ করেছে, অনুষ্ঠানে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, বিভিন্ন সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।