ইতালি মিলান লম্বারদিয়া “মানিকগঞ্জ একতা সংগঠন” এর আয়োজনে পালিত হয়েছে ইফতার ও দোয়া মাহফিল

224

ফেরদৌসী আক্তার পলি, মিলান, ইতালি

সোমবার ১৫ রমজানে মানিকগঞ্জ একতা সংগঠন প্রবাসী বাংলাদেশীদের নিয়ে, মিলানো শাহজালাল জামে মসজিদে এই ইফতারের আয়োজন করে। দোয়া ও মোনাজাত করান হাফিজ আব্দুল্লাহ আতিক। ইফতারের পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন আলী, তবারক হোসেন, মোহাম্মদ রিপন, শেখ সাইফুল, চঞ্চল রহমান, কামরুল হাসান। আরো বক্তব্য রাখেন জাকির হোসেন, আরিফুজ্জামান লিটন, ইকবাল হোসেন, নূর মোহাম্মদ, ইউসুফ হাসান, আবদুল আলিম, সুজন খান, কালাম মৃধাসহ আরো অনেকে।

13487703_1038347562868861_559832505_n

সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন আলী তার বক্তব্যে বলেন, রোজা মানুষকে সংযম শিক্ষা দেয় আর একসাথে ইফতারের মাধ্যমে মানুষের অন্তরে জাগ্রত করে ভাতৃত্ববোধের তিনি আগত সকল মুসুল্লিকে সংগঠনের পক্ষ থেকে আগাম ঈদ শুভেচ্ছা জানান এবং আগামীতে আবারো একসাথে ইফতারের আশাবাদ ব্যক্ত করেন।

13514484_1038347566202194_2000892076_n

ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সমিতি, সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পাশাপাশি অনেক বিদেশী বিভিন্ন দেশের মুসুল্লিদের ও অংশগ্রহণ করতে দেখা যায়।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.