ইতালি মিলান লম্বারদিয়া “ বৃহত্তর ঢাকা সমিতি “ এক প্রতিবাদ সভা করেছে
ফেরদৌসী আক্তার পলিঃ ১৬ নভেম্বর বুধবার সন্ধ্যা ৬ টায় ইতালির মিলানো শহরের স্থানীয় একটি রেস্টুরেন্টে উক্ত প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয়।
বৃহত্তর ঢাকা সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি সালাউদ্দিন ভূঁইয়া গত ১৩ নভেম্বর একটি সভা শেষে কতিপয় দুষ্কৃতিকারীদের হামলায় আহত হয়ে বর্তমানে মিলানোর স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন ,এহেন নেক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বৃহত্তর ঢাকা সমিতি।
সংগঠনের সভাপতি আরফান শিকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রবিন শিকদার ও সাংগঠনিক সম্পাদক জুয়েল পাশার যৌথ পরিচালনায় ,প্রতিবাদ জানিয়ে সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি জামান খান ,সহ সভাপতি আব্দুল লায়েজ মোহাম্মদ,উপদেষ্টা লুৎফর রহমান ,যুগ্ন সাধারণ সম্পাদক এমরান হোসেন নিলয় ,সদস্য মনোয়ার ,টুটুল ,রমজান ,আমান শিকদার ,জুয়েল শিকদার সহ আরো অনেকে।
বক্তারা বলেন সন্ত্রাসীদের কোনো দল নেই ,তারা দেশ জাতি ও সমাজের শত্রূ ,তাই সবাই একসাথে সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রতিবাদ সভায় মিলানো বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক ,সামাজিক ,সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে এই ঘৃণ্যতম ঘটনার নিন্দা জানিয়ে বৃহত্তর ঢাকা সমিতির সাথে ঐক্যমত পোষণ করেন। ….