ইতালি মিলান লম্বারদিয়া “বৃহত্তর ঢাকা সমিতির” আয়োজনে পালিত হয়েছে ইফতার ও দোয়া মাহফিল

238

ফেরদৌসী আক্তার পলি, মিলান, ইতালিঃ

শনিবার ৬ রমজানে বৃহত্তর ঢাকা সমিতি প্রবাসী বাংলাদেশীদের নিয়ে মিলানো কেন্দ্রীয় জামে মসজিদে এই ইফতারের আয়োজন করে। সংগঠনের সভাপতি আরফান শিকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রবিন শিকদারের পরিচালনায় ইফতারের পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন উপদেষ্টা সালাউদ্দিন ভুইয়া, হোসাইন মোহাম্মদ মনির, সিনিয়র সহ-সভাপতি জামান খান, প্রচার সম্পাদক রমজান আলী, ক্রীড়া সম্পাদক এনামুল মিজি, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ সবুজসহ আরো অনেকে।

13414669_1033027150067569_1497055681_n

সভাপতি তার বক্তব্যে বলেন, সিয়াম সাধনার মাস এই রমজান মাস। রোজা মানুষকে সংযম শিক্ষা দেয় আর একসাথে ইফতারের মাধ্যমে মানুষের অন্তরে জাগ্রত করে ভাতৃত্ববোধের। তিনি আগত সকল মুসুল্লিকে সংগঠনের পক্ষ থেকে আগাম ঈদ শুভেচ্ছা জানান এবং আগামীতে আবারো একসাথে ইফতারের আশাবাদ ব্যক্ত করেন।

13407365_1033027160067568_480058878_n

ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক,সমিতি, সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পাশাপাশি অনেক বিদেশী বিভিন্ন দেশের মুসুল্লিদের ও অংশগ্রহণ করতে দেখা যায়।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.