ইতালী ভারেজ প্রভিন্স বিএনপির সিনিয়র সহ-সভাপতিকে বিদায়ী সংবর্ধনা
ফেরদৌসী আক্তার পলি, মিলানো, ইতালি
১৭ই মে, মঙ্গলবার সকাল ১০ টায় ইটালী মিলানো শহরের পার্শ্ববর্তী ভারেজের স্থানীয় একটি পার্কে, বিএনপি সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা রনির লন্ডনে স্হায়ীভাবে গমন উপলক্ষ্যে, বিএনপি ভারেজ প্রভিন্স শাখা এক বিদায় সম্বর্ধনা ও জমজমাট গ্রীল পার্টির আয়োজন করে। ফুলেল শুভেচ্ছার মধ্য দিয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাংগঠনিক সম্পাদক মিজান আহাম্মেদ ও যুগ্ন সম্পাদক ইকবাল ফরাজীর পরিচালনায়, সিনিয়র সহসভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ এসোসিয়েশন সভাপতি মাহবুবুল আলম সেলিম । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভারেজ মহানগর সভাপতি সিব্বীর আহাম্মেদ ওসমানী ও সহ সভাপতি ডাবলু বেপারী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ১ নং সহ-সভাপতি এমাম হোসেন, উপদেষ্টা জাহাংগীর হাওলাদার, সহ-সভাপতি মাহফুজ আহাম্মেদ , বেলাল শরীফ, সহ-সাংগঠনিক সম্পাদক মামুন মাতব্বর , জাহিদুল ইসলাম রাজন, মোল্লা ইউসুফ সান্টু, জালাল উদ্দিন , তানজিন হকসহ আরো অনেকে। এ সময় সংবর্ধিত অতিথি রনি তার বক্তব্যে বলেন, জীবন জীবিকার প্রয়োজনে আমাদের এক স্থান থেকে অন্য স্থানে যেতে হয় কিন্তু সেটেলাইটের যুগে আমরা সকলের সাথে সর্বক্ষণ আছি পাশাপাশি। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশীরা তাদের পরিবার বর্গ উপস্হিত ছিলেন ।