ইলিয়াস আলীকে ফিরিয়ে দেবার দাবিতে ইতালির মিলান লম্বারদিয়া বৃহত্তর সিলেট জাতীয়তাবাদী ফোরামের প্রতিবাদ সভা অনুষ্ঠিত
ফেরদৌসী আক্তার পলি, ইতালি
২৫ এপ্রিল, সোমবার মিলানো শহরের স্থানীয় একটি রেস্টুরেন্টে ইলিয়াস আলী গুম হবার চতুর্থ বছরে, তাকে ফিরিয়ে দেবার দাবিতে বৃহত্তর সিলেট জাতীয়তাবাদী ফোরাম মিলান লম্বারদিয়ার আয়োজনে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি ময়েজুর রহমান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুর হোসেন জমির এর পরিচালনায় প্রতিবাদ সভাটি পবিত্র কোরআন তেলওয়াত এর মধ্য দিয়ে শুরু হয়।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, জাতীয়তাবাদী চেতনার বলিষ্ঠ নেতা ইলিয়াছ আলি ছিলেন শেখ হাসিনার আতঙ্ক। তাই অবৈধ সরকার তার মসনদ ধরে রাখতে জনপ্রিয় এ নেতাকে গূম করে রেখেছে। এ সময় বক্তারা অবিলম্বে ইলিয়াস আলীকে ফিরিয়ে দেবার জন্য আওয়ামী সরকারের প্রতি আহবান জানান।
সভায় আরো বক্তব্য রাখেন রফিকুল ইসলাম, হুমায়ন আহমদ, জিয়াউর রহমান, নজরুল ইসলাম, মাহবুব কামাল, পাভেল আহমদ, মমিন আহমদ, মামুন আহমদ, মিজানুর রহমান, হেলাল আহমদ প্রমুখ। সভা শেষে বিভিন্ন প্লেকার্ড হাতে সংগঠনের সদস্যরা স্লোগানের মাধ্যমে বর্তমান আওয়ামী সরকারের প্রতি ধিক্কার জানিয়ে ইলিয়াস আলীকে ফিরিয়ে দেবার দাবি জানান।