ইলিয়াস আলীর স্ত্রী লুনা হাসপাতালে ভর্তি
বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর স্ত্রী ও খালেদা জিয়ার উপদেষ্টা তাহসিনা রুশদী লুনাকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার দুপুরে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মনোয়ারার অধীনে চিকিৎসাধীন রয়েছেন। আগে থেকে তিনি হৃদরোগজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।
বিষয়টি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস ইউং সদস্য শায়রুল কবির খান।