ইসরায়েলি মুসলিমদের হজ পালনে সৌদির নিষেধাজ্ঞা

549

ইসরায়েলি নাগরিকত্ব থাকা ফিলিস্তিনি মুসলিমদের সৌদি আরবে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে রিয়াদ। ফলে তারা পবিত্র হজ পালনে অংশ নিতে পারবেন না। ইসরায়েলের সংবাদপত্র হারেৎজ এ তথ্য জানিয়েছে। হারেৎজ জানায়, দেশের পাসপোর্ট আইন পরিবর্তন করেছে সৌদি আরব। ফলে নতুন এ আইনে জর্ডানের অস্থায়ী পাসপোর্ট সৌদির কাছে আর গ্রহণযোগ্য হবে না।

184029saudiflag1 একই কারণে ইসরায়েলি নাগরিকত্ব থাকা ফিলিস্তিনি মুসলিমরা ওমরাহ পালন থেকে বঞ্চিত হবেন। পূর্ব জেরুজালেম, পশ্চিমতীর ও গাজা উপত্যকার যেসব ফিলিস্তিনি জর্ডানের অস্থায়ী পাসপোর্ট ব্যবহার করেন, তারাও নতুন এই বিধিনিষেধের আওতায় আসবেন। সৌদি আরবের এমন সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হবেন ১০ লাখেরও বেশি ইসরায়েলি মুসলিম।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.