উপজেলা নির্বাচনে স্বতন্ত্রভাবে অংশ নেবে বিএনপি

192
বর্তমান সরকারের অধীনে কোনও ধরনের নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে অনীহা থাকলেও আসন্ন উপজেলা নির্বাচন উপলক্ষ্যে এক ভিন্ন কৌশল হাতে নিয়েছে বিএনপি। দলীয় প্রতীক ‘ধানের শীষ’ এ সরাসরি কোনও প্রার্থিতা দেবে না তারা।

sJv2mJOl3m5a

তবে আগ্রহী নেতাকর্মীদের ‘স্বতন্ত্রভাবে’ উপজেলা নির্বাচনে অংশ নিতে মৌন সম্মতি দিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছে দলের হাইকমান্ড। এক্ষেত্রে সিদ্ধান্ত চূড়ান্ত করতে আরও সময় নেবে বিএনপি।

ড. খন্দকার মোশাররফ হোসেন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ার কথা দাবি করে বলেন, ‘উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করার বিষয়ে বা না করার বিষয়ে কোনও সিদ্ধান্ত এখনও গৃহীত হয়নি।’
বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের এই নেতার পর্যবেক্ষণ— ‘লিটারেরি এ সরকারের অধীনে কোনও নির্বাচনে বিজয়ী হওয়া যাবে না। যতক্ষণ না আমরা ঘুরে দাঁড়াতে পারছি। এ কারণে শুধু ধানের শীষ ডুবানোর কী আছে।’

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.