এই সংসার যাওয়া আসার রঙ্গমঞ্চ: তোফায়েল
সদ্য বিদায়ী বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, রাজনীতির এই জগত একটা সংসারের মতো। আর এই সংসার যাওয়া আসার রঙ্গমঞ্চ। সোমবার সচিবালয়ে নিজের সাবেক বাণিজ্য মন্ত্রণালয় ছেড়ে যাওয়ার আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
বাণিজ্য মন্ত্রী বলেন, নতুনদের জায়গা করে দিতে পুরাতনদের জায়গা ছেড়ে দিতে হয়। এজন্য প্রধানমন্ত্রী মন্ত্রিসভায় নতুনদের সুযোগ দিয়েছেন। আমি আশা করবো নতুনরা যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করবেন।
তোফায়েল আহমেদ বলেন, নতুনরা সবাই যোগ্য। যোগ্যতা বিবেচনা করে প্রধানমন্ত্রী তাদের মন্ত্রিসভায় ঠাঁই দিয়েছেন।
তিনি বলেন, এ সরকারের আগামী ৫ বছর হবে বাংলাদেশের জন্য যুগান্তকারী ইতিহাস। কারণ এ পাঁচ বছরে দেশে অভাবনীয় উন্নয়ন হবে।
সাবেক এই বাণিজ্যমন্ত্রী বলেন, আমি টানা ৯ বছর এ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম। এসময় সরকারের বিভিন্ন গুরুদায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করেছি।