একটি চক্র হেফাজতকে বিরোধী দলের ভূমিকায় নিয়ে যেতে চায়: আল্লামা শফী
একটি চক্র অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলামকে বিরোধী দলের ভূমিকায় নিয়ে যেতে চায় বলে অভিযোগ করেছেন সংগঠনটির কেন্দ্রীয় আমীর আল্লামা শাহ আহমদ শফী।
নাস্তিক্যবাদী অপশক্তি প্রকাশ্যভাবে যদি আল্লাহ ও তাঁর রাসূল (সা.), সাহাবায়ে কেরাম তথা ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলে হেফাজতে ইসলাম পুনরায় গর্জে উঠবে বলেও হুশিয়ারি দিয়েছেন তিনি।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজত আমীর নাস্তিক্যবাদী অপশক্তি প্রকাশ্যে তার ও তার ছেলের বিরুদ্ধে জঘন্য কুৎসা ও অপপ্রচারে লিপ্ত রয়েছে বলেও দাবি করেন।
হেফাজত কোনো রাজনৈতিক দল নয় দাবি করে তিনি বলেন, হেফাজতে ইসলাম সরকারের পক্ষের কিংবা বিপক্ষের শক্তি নয়। পরিতাপের বিষয় হচ্ছে। একটি চক্র হেফাজতকে বিরোধী দলের ভূমিকায় নিয়ে যেতে চায়। যা হেফাজতের লক্ষ্য-উদ্দেশ্যের সঙ্গে সাংঘর্ষিক।
নাস্তিক্যবাদী অপশক্তি প্রকাশ্যভাবে হেফাজতে ইসলামের মোকাবেলা করতে পারবে না বলেও তিনি মন্তব্য করেন।
বিবৃতিতে আল্লামা শফী আরও বলেন, ইসলামবিরোধী অপশক্তি প্রকাশ্য মোকাবেলায় ব্যর্থ হয়ে ইদানিং পেছনের দরজায় হামলা করছে বলে মনে হয়। হেফাজতের ভেতরে ঘাপটি মেরে বসে থাকা এবং হেফাজতের কোনস্তরের কমিটিতে না থাকা একটি সিন্ডিকেট জ্ঞাতে-অজ্ঞাতে আজ নাস্তিক্যবাদীদের খেলনায় পরিণত হয়েছে।
তারা হেফাজতে ইসলাম, হেফাজতের শুরু থেকে সংশ্লিষ্ট ত্যাগী নেতৃবৃন্দ, আমি ও আমার ছেলের বিরুদ্ধে সিন্ডিকেট জঘন্য কুৎসা ও অপপ্রচারে লিপ্ত রয়েছে।
তারা ভেতর থেকে এ সব অপপ্রচার করে হেফাজতে ইসলামকে দুর্বল করতে চায়, সংগঠনটির ইমেজ নষ্ট করতে চায় এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা বলেও তিনি মন্তব্য করেন।