একুশে উদযাপনে প্রস্তুত মিলানের বাঙালীরা
ফেরদৌসী আক্তার পলি, মিলান
২০১৯ এর আহবানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার সন্ধ্যা ৭ টায় ইতালির মিলানো শহরের স্থানীয় একটি হলে একুশে উদযাপন পরিষদ মিলান এর আয়োজনে উক্ত আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
একুশে উদযাপন পরিষদ এর প্রধান আহবায়ক মুক্তিযোদ্ধা কাজী জাকির হোসেন এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মুক্তিযোদ্ধা আশরাফ আলম এর পরিচালনায় সভার কার্যক্রম শুরু হয়। এ সময় মিলান বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন সমিতি, সংগঠন ,রাজনৈতিক দলের ব্যাক্তিবর্গ আলোচনায় অংশগ্রহণ করেন।
আলোচনা সভা থেকে, আগামী ২০ ফেব্রুয়ারী সন্ধ্যা ৭ টা থেকে রাত ১২ টা পর্যন্ত ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন এর সিদ্ধান্ত গৃহীত হয়।
আয়োজক মন্ডলী জানান, বাংলাদেশ সময় রাত ১২ টায় একুশের প্রথম প্রহরের সাথে মিল রেখে সময় নির্ধারণ করা হয়েছে। একুশে ফেব্রুয়ারি পুরো অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় থাকবে বাংলা প্রেস ক্লাব মিলান। সভায় বক্তব্য রাখেন মিলানো বাংলাদেশ কমিউনিটির আব্দুল্লাহ আল মামুন, ফিরোজ আলম, মীর হোসেন বিপ্লব, নুরুল আফসার বাবুল, সোহেলী বিশ্বাসসহ আরো অনেকে।