একুশ নিয়ে গর্ব করি একুশ আশার আলো, একুশ আছে বলেই আজ বলতে লাগে বেশ, বাঙ্গালীর বীর আত্ম ত্যাগের আধিকারের রেশ।
একুশ…! –
তানিয়া আখতার (তানু মিলি)
একুশ মানে আমার কাছে , মাতৃ ভাষার দিন।
একুশ মানে লাখ শহীদের , রক্তে ভেজা ঋণ।
একুশ মানে যুদ্ধ জয়ের , প্রবল নেশার টান।
একুশ মানে মুক্তিকামী , হাজার লোকের বান।
একুশ মানে ভাষার প্রতি , স্রধা আনুরাগ।
একুশ মানে শহীদ মিনার , পুস্প অর্পণ নির্বাক।
একুশ মানে ভাইয়ের রক্তে , ১৯৫২এর ভাষার লরাই।
সালাম বরকত রফিক জব্বার , প্রান ফিরে না পাই।
দামাল ছেলে প্রান হল অমর ও অক্ষয়,
একুশ মানে নিজের ভাষা আত্মপরিচয়।
একুশ আছে বলেই লিখতে লাগে ভাল,
একুশ নিয়ে গর্ব করি একুশ আশার আলো।
একুশ আছে বলেই আজ বলতে লাগে বেশ,
বাঙ্গালীর বীর আত্ম ত্যাগের আধিকারের রেশ।
বাংলামায়ের মাথাউঁচু সারা বিশসের ধারে,
একুশ আজ আন্তর্জাতিক মাতৃভাষা পালে ।।।