এক-দু’দিনের মধ্যে দেশের বাইরে যেতে পারেন এরশাদ
উন্নত চিকিৎসার জন্য এক-দুইদিনের মধ্যে দেশের বাইরে যেতে পারেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। পার্টির সদ্য নিযুক্ত মহাসচিব মসিউর রহমান রাঙা একথা জানিয়েছেন।
সোমবার দায়িত্ব গ্রহণের দিনে রাজধানীর বনানীতে পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন তিনি।
এসময় রাঙা বলেন, আমাদের রক্তের হিমোগ্লোবিন যেখানে ১২, স্যারের ১০। তিনি দুর্বল হয়ে পড়েছেন। আজ সকালেও আমি তাকে দেখে এসেছি। চিকিৎসকরা তাকে দেখছেন। দু’একদিনের মধ্যে তিনি দেশের বাইরে যেতে পারেন।
ওই সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির সাবেক মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারের বিরুদ্ধে মনোনয়নপত্র বাণিজ্যের অভিযোগ তদন্ত করার কথাও জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, পার্টির প্রেসিডিয়াম সদস্য মো. হাফিজ উদ্দিন, সুনীল শুভরায়, আজম খান, এটিইউ তাজ রহমান, মেজর (অব.) মো. খালেদ আখতার, শফিকুল ইসলাম সেন্টু প্রমুখ।