এক ভাই নৌকা আরেক ভাই ধানের শীষ
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ নৌকা ও ধানের শীষে লড়বেন দুই ভাই। আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনয়ন পেয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়। অন্যদিকে বিএনপির মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ জিন্নাহ কবির।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এস এ জিন্নাহ কবিরের মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে আওয়ামী লীগের পক্ষ থেকে নাঈমুর রহমান দুর্জয়ের মনোনয়ন নিশ্চিত ছিল।
নাঈমুর রহমান দুর্জয় ও এস এ জিন্নাহ কবির সম্পর্কে আপন মামাতো-ফুফাতো ভাই। বিএনপি প্রার্থী জিন্নাহর আপন মামা নাঈমুর রহমান দুর্জয়ের বাবা। তিনি এখন বেঁচে নেই