এজেন্ডা জানলে সংলাপের ব্যাপারে সিদ্ধান্ত নেবে ঐক্যফ্রন্ট : ফখরুল

542

সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। সোমরার বেলা সোয়া ১২টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী, গণফোরামের কার্যকরী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, জেএসডি সভাপতি আ স ম আব্দুর রবের নেতৃত্বে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা মাজার জিয়ারত করেন।

Fakrul-BNP

এর আগে সকাল সাড়ে ১১ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এসে পৌঁছান তারা।

মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জনগনের অধিকার পুন:প্রতিষ্ঠাসহ এজেন্ডা জানালে সংলাপের ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নেবে ঐক্যফ্রন্ট।

তিনি বলেন, গতবারের মতো সংলাপ হলে অর্থবহ হবে না। শুধু ডাকলেই হবে না, এজেন্ডা কি আমাদের জানাতে হবে।

তিনি আরো বলেন, আমরা অর্থবহ সংলাপ চাই। বর্তমান নির্বাচন বাতিল করে নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনগনের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। জামায়াত ইস্যুতে ড. কামাল হোসেনের বক্তব্য তার দলীয় বক্তব্য। এ ব্যাপারে বিএনপির বৈঠকে বসে সিদ্ধান্ত জানাবে।

এদিকে মাজার জিয়ারত শেষে জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা সিলেটের বালাগঞ্জে নির্বাচনী সহিংসতায় নিহত ছাত্রদল নেতা সায়েমের বাড়িতে রওয়ান দেন।

সেখানে তারা কিছুক্ষণ অবস্থান করে ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ । বিকেলে তাদের ঢাকায় ফেরার কথা রয়েছে।

এ সফরের মাধ্যমে জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা তাদের পূর্বঘোষিত তিন দফা কর্মসূচি শুরু করলেন। ধারাবাহিকভাবে দেশের অন্যান্য এলাকায় নির্বাচনী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকাও পরিদর্শন করবেন ঐক্যফ্রন্ট নেতারা।

গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট চলাকালে বিকেল পৌনে ৪টার দিকে (সিলেট-৩) বালাগঞ্জ উপজেলার আজিজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দুই পক্ষের সংঘর্ষে উপজেলা ছাত্রদল নেতা সোহেল নিহত হন।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.