অ্যাডভোকেট সাহারা খাতুনের সংগে মেট্রো ওয়াশিংটন যুবলীগ ও মহিলা লীগ নেতাদের বৈঠক

645

নিজস্ব প্রতিবেদকঃ আওয়ামীলীগ প্রেসিডিয়াম মেম্বার অ্যাডভোকেট সাহারা খাতুনের সংগে মেট্রো ওয়াশিংটন আওয়ামীলীগ, যুবলীগ ও মহিলা লীগ নেতা কর্মিদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

15319528_1371393219561727_1321064826_n

গত ৩ ডিসেম্বর শনিবার মেট্রো ওয়াশিংটন আওয়ামীলীগের  উদ্যোগে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি সাদেক মোহাম্মদ খান । বক্তব্য রাখেন মেট্রো ওয়াশিংটন আওয়ামীলীগের উপদেস্টা প্রফেসর জিয়াউদ্দিন খান, সহ-সভাপতি নুরুল আমিন নুরু, সহ-সভাপতি মোহাম্মদ আযম আজাদ, সহ-সভাপতি নুরুন নাহার মেরী, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন সোহেল, যুবলীগের  সভাপতি রবিউল ইসলাম রাজু আবুল হোসেন শিকদার, খিজির আহমেদ টিটু, মহিলা লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফারজানা নবী।

15301347_1170160833020866_645989487_n

অনুষ্ঠানে অতিথিদের মধ্যে যুবলীগ কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক এ কে শিকদার আজাদ, যুবলীগ যুক্তরাষ্ট্র শাখার যুগ্ম আহবায়ক জামাল হোসেন, যুগ্ম আহবায়ক সেবুল মিয়া, যুগ্ম সম্পাদক  হুমায়ূন আহমেদ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।

15301097_1169799259723690_2017238939_n
অ্যাডভোকেট সাহারা খাতুন তার বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সফলতার বিভিন্ন দিক তুলে ধরেন। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে প্রবাসের মাটিতে দলকে সংগঠিত থাকারও পরামর্শ দেন তিনি।

15300501_1170164323020517_449497244_n

মতবিনিময় সভায় অন্যান্যের মেট্রো ওয়াশিংটন আ:লীগের সহ-সভাপতি মোহাম্মদ মজিবুর রহমান খান, যুগ্ম সম্পাদক হারুন উর রশীদ, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রোমিও হক, যুবলীগের সহসভাপতি হাসান আমিন, সহসভাপতি রাসেল জোয়ার্দার, সহসভাপতি রাহাত, যুগ্ম সম্পাদক ইমরান হামিদ, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান, জাহিদুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, উত্তম মন্ডল, হারুন উর রশীদ মিন্টু, শাহজাহান মিয়া, আসিফ ইকবাল চৌধুরী, মহিলালীগের প্রতিষ্ঠাতা সভাপতি মোহসিনা রিমি,সহসভাপতি শাহিদা পারভিন লিপি, মিরা বেগম, পাপিয়া, রেজিন, ইতি উপস্থিত ছিলেন।
মতবিনিময় অনুষ্ঠানে নেতাকর্মিরা যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম শেখ ফজলুল হক মনির জন্মদিন উপলক্ষে কেক কেটে স্বরন তাকে করেন।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.