এনডিএম সিংহ প্রতীকে ইসির নিবন্ধন পেলো

518

নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেলো ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট-এনডিএম বা জাতীয় গণতান্ত্রিক আন্দোলন নামে নতুন রাজনৈতিক দল।

104439572

নির্বাচন কমিশন বুধবার ১৭.০০.০০০০.০২৫.৫০.০০৩.১৮-১৬ স্মারক নম্বরের এক প্রজ্ঞাপন জারি করে দলটিকে ০৪৩ নিবন্ধন নম্বর দিয়েছে। আর দলটির প্রতীক দেওয়া হয়েছে ‘সিংহ’। ফলে স্বতন্ত্র প্রার্থী কোনো দলীয় নির্বাচনে সিংহ মার্কায় ভোট করতে পারছেন না।

বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর মাননীয় হাইকোর্ট বিভাগের রীট পিটিশন নং-৮৮২০/২০১৮ এর বিগত ২১ অক্টোবর, ২০১৮ আদেশের প্রেক্ষিতে The Representation of the People Order, 1972 এর Chapter VIA বিধান অনুযায়ী জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম’র নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন।

এর ফলে নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা এখন ৪০টি।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.