‘এবারের সংগ্রাম ক্ষমতায় যাওয়ার সংগ্রাম’

690

অনলাইন ডেস্কঃস্বামীর সঙ্গে সুর মিলেয়ে জাতীয় পার্টির জ্যেষ্ঠ কো চেয়ারম্যান রওশন এরশাদও বলেছেন, এককভাবে ক্ষমতায় যাওয়াই এবার তাদের লক্ষ্য। আজ শনিবার ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় পার্টির তৃণমূল ও কেন্দ্রীয় নেতাদের যৌথ সভায় তিনি বলেছেন, “এবারের সংগ্রাম ক্ষমতায় যাওয়ার সংগ্রাম। এবারের সংগ্রামে মানুষের ভাগ্য পরিবর্তনের সংগ্রাম।”

(ফাইল ছবি)
(ফাইল ছবি)

সংসদে বিরোধীদলীয় নেতা রওশন বলেন, “জাতীয় পার্টির শাসনামলে যেসব উন্নয়ন হয়েছে, তা আর কোনো সরকারের আমলে হয়নি। বাংলার মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে যেসব কাজ করেছি, তৃণমূলের নেতাদের, কর্মীদের সেসব সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। নতুবা তারা ভুলে যেতে পারে।” জাতীয় পার্টির সামনে ক্ষমতাসীন হওয়ার ‘সুযোগ এসেছে’ দাবি করে তিনি এখন দলকে শক্তিশালী করে তুলতে নেতা-কর্মীদের আহ্বান জানান। বক্তব্যের শেষে রওশন ‘নতুন বাংলাদেশ গড়ব মোরা’ গানও গেয়ে শোনান।
একাদশ সংসদ নির্বাচনে আলাদাভাবে অংশ নেওয়ার প্রস্তুতি রাখলেও এরশাদ নিজেই বলেছেন, বিএনপি ভোটে এলে আগের মতো আওয়ামী লীগের সঙ্গে জোট বাঁধবেন তারা। আওয়ামী লীগের সঙ্গে জোট করলে তাদের কাছ থেকে জাতীয় পার্টিকে ‘ন্যায্য হিস্যা বুঝে নিতে’ অনুরোধ জানান দলটির সভাপতিমণ্ডলীর সদস্য সালমা ইসলাম।
সকাল ১০টায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শুরু হয় জাতীয় পার্টির যৌথ সভা। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে তৃণমূলের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে সমাবেশে যোগ দেন।
মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলদার ছাড়াও এতে উপস্থিত আছেন সভাপতিমণ্ডলীর সদস্য ও পরিবেশমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, এস এম ফয়সাল চিশতি, সুনীল শুভ রায়, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, ঢাকা দক্ষিণের সভাপতি সৈয়দ আবুল হোসেন বাবলা, কাজী ফিরোজ রশীদ, সালমা ইসলাম, মীর আবদুস সবুর, সেলিম ওসমান। এরশাদ নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোটভুক্ত ইসলামিক ফ্রন্টের মহাসচিব এম এ মতিন, খেলাফত মজলিসের মহাসচিব মাহফুজুল হক, বিএনএর সভাপতি সেকান্দার আলী, ইসলামী মহাজোটের সভাপতি আবু নাসের ওয়াহেদ ফারুকও সমাবেশে রয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.