‘এমপি হলে সবাই ভাগ করে খাবো’
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান এমপি আবু রেজা মোহাম্মদ নিজাম উদ্দিন নদভীর একটি বক্তব্য।
গত শনিবার সাতকানিয়া উপজেলায় এক বর্ধিত সভায় তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘এমপি হলে সবাই মিলেমিশে ভাগ করে খাবো।’
নিজ বাড়ির উঠোনে অনুষ্ঠিত সভায় এমপি নদভী তার বক্তৃতায় আরও জানান, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোসলেম উদ্দিন আহমেদের নির্দেশে লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ নেতা খোরশেদ, হিরু ও কুতুবকে তিনি টাকা দিয়েছেন।
আওয়ামী লীগের বর্ধিত সভায় এমপির এই প্রকাশ্য ঘোষণায় সমালোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে।