এরশাদ ‘খুব অসুস্থ’, চিনতে পারছেন না পরিচিতদের
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ গুরুতর অসুস্থ বলে জানিয়েছে দলীয় সূত্র।
সূত্র জানায়, রবিবার তাকে আবারও সিঙ্গাপুর নেওয়া হতে পারে বলে। গত ৩ মাস ধরেই এরশাদ অসুস্থ। এ পরিস্থিতিতে দল দলের নেতৃত্ব দেওয়া তার পক্ষে সম্ভব নয়। কারণ তিনি মাঝে মাঝেই খেই হারিয়ে ফেলেন। অনেক সময় নেতাকর্মীদের নাম মনে করতে পারেন না এবং কখনো কখনো খুব পরিচিত জন কেও চিনতে পারেন না।
তিনি জানিয়েছেন, তবে বিষয়টি নিয়ে দলের মধ্যে অস্থিরতা রয়েছে। এরশাদের স্ত্রী দলের আরেকজন কো-চেয়ারম্যান রওশন এরশাদ ও তার সমর্থকরা বিষয়টি মেনে নিতে পারছেন না।
এদিকে শুক্রবারও হুসেইন মুহম্মদ এরশাদের ‘অবর্তমানে’ এবং চিকিৎসাধীন অবস্থায় বিদেশে থাকাকালীন পার্টির বর্তমান কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন বলে দল থেকে প্রেস বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে।
সাবেক রাষ্ট্রপতি এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, পার্টির গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক পার্টির চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ এই নিয়োগ প্রদান করেছেন। যা ইতিমধ্যেই কার্যকর হয়েছে।