২০১৯ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামী ২ ফেব্রুয়ারি থেকে। লিখিত পরীক্ষা শেষ হবে ২৫ ফেব্রুয়ারি। শিক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে।
ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এসএসসি পরীক্ষার বিস্তারিত সময়সূচি পাওয়া যাবে।
সময় সূচিতে বলা হয়েছে, বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবে।
সাধারণত ১ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা শুরু হয়। কিন্তু আগামী ১ ফেব্রুয়ারি শুক্রবার হওয়ায় একদিন পর পরীক্ষা শুরু হচ্ছে।
পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।