ঐক্যফ্রন্টকে বিএনপি ১০০ আসনে ছাড় দেবে: সুব্রত
আসন্ন একাদশ জাতীয় নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট অনড় অবস্থানে নেই বলে জানিয়েছেন গণফোরামের কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরী। সোমবার বিকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে গণফোরামের কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরী এ কথা বলেন।
এর আগে বিএনপি নেতাদের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক করেন ঐক্যফ্রন্টের নেতারা।
বৈঠক শেষে সুব্রত চৌধুরী বলেন, জাতীয় ঐকফ্রন্ট আসন বন্টন নিয়ে অনড় অবস্থানে নেই। যোগ্য প্রার্থী পেলে প্রয়োজনে বিএনপি ১০০ আসনে ছাড় দেবে।
মনোনয়নপত্র বাতিল প্রসঙ্গে তিনি বলেন, প্রার্থীতা বাতিলের মধ্য দিয়ে সরকার একতরফা নির্বাচনের নীল নকশার পরিকল্পনা করছে।
বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু প্রমুখ।