ঐক্যফ্রন্টের কেউ শপথ নিচ্ছেন না: মন্টু

433

জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচিত এমপিদের শপথ না নেয়ার সিদ্ধান্ত বহাল রয়েছে বলে জানিয়েছে গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু। সোমবার রাতে ঐক্যফ্রন্টের এই প্রধান সমন্বয়কারী বিবৃতি দিয়ে একথা বলেন।

okkofornt_1

মন্টু বলেন, ‘একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন তথা জনগণের ভোটের অধিকার আদায়ের লক্ষ্যে জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হয়েছিল। জাতীয় ঐক্যফ্রন্টের ঐক্য সুদৃঢ় ও অটুট আছে। গণফোরাম তথা জাতীয় ঐক্যফ্রন্টের কোনো কোনো নির্বাচিত সংসদ সদস্য সংসদে যোগদান করছেন— এ ধরনের সংবাদ বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে, যা অসত্য ও ভিত্তিহীন।’

তিনি বলেন, ‘সংসদে যোগ দেয়ার বিষয়ে গণফোরামে কোনো সিদ্ধান্ত হয়নি। জাতীয় ঐক্যফ্রন্টের কোনো সংসদ সদস্যের শপথ না নেয়ার সিদ্ধান্ত বহাল আছে।’

পত্রপত্রিকায় বিভ্রান্তিমূলক বক্তব্য না দেয়ার জন্য সকলকে অনুরোধও জানান গণফোরাম সম্পাদক।

উল্লেখ্য, সোমবার গণফোরাম থেকে নির্বাচিত সুলতান মোহাম্মদ মনসুর ও মোকাব্বির খান সাংবাদিকদের বলেন, তারা শপথ নেয়ার বিষয়ে ইতিবাচক। নির্বাচনী এলাকার মানুষ তাদের জন্য কাজ করাতে নির্বাচিত করেছেন। সুতরাং মানুষের কল্যাণে কাজ করতে হলে নির্বাচিত প্রতিনিধি হিসেবে তাদের সংসদে যেতে হবে।

এমন বক্তব্যের প্রেক্ষাপটেই গণফোরাম সম্পাদক মোস্তফা মহসীন মন্টু এই বিবৃতি দিলেন।

সুলতান মোহাম্মদ মনসুর ঐক্যফ্রন্টের ব্যানারে ধানের শীষ প্রতীক নিয়ে মৌলভীবাজার-২ আসনে বিজয়ী হন। আর মোকাব্বির খান জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে প্রার্থী হলেও গণফোরামের প্রতীক উদীয়মান সূর্য নিয়ে সিলেট-২ আসনে বিজয়ী হন।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.