ঐক্যফ্রন্টের বিজয় র্যালিতে ব্যাপক জনসমাগম
পুলিশের পরিবর্তিত সময় ও বেঁধে দেয়া ক্ষুদ্র সীমানার মধ্যে বিজয় দিবস উপলক্ষে র্যালী করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। রোববার সকাল ১১টা ৪৫ মিনিটে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শান্তিনগর মোড়ে গিয়ে যখন র্যালী শেষ। হয় তখন বাজে ১২টা ০৪ মিনিট।
মহান বিজয় দিবস উপলক্ষে র্যালীটি হলেও এটি মূলত: নির্বাচনী প্রচারনায় রূপ নেয়। রাজধানীর বিভিন্ন আসনের প্রার্থীদের পোস্টার, ব্যানার ছিলো ব্যাপক এই র্যালীতে।
নয়া পল্টনের কার্যালয়ে সামনে একটি ট্রাকে অস্থায়ী মঞ্চ নির্মাণ করে এই বিজয় র্যালীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এতে জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শরিক গণফোরামের নির্বাহী সভাপতি ঢাকা-৬ আসনের ধানের শীষের প্রার্থী সুব্রত চৌধুরী, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, ঢাকা-১৩ আসনের প্রার্থী আবদুস সালাম, ঢাকা-১ আসনের প্রার্থী খন্দকার আবু আশফাক, বিএনপির ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেনসহ বিএনপির কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা প্রমুখ উপস্থিত ছিলেন। র্যালীর প্রথম ভাগে ছিলো জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের মিছিল।
ঢাকা-৬ আসনের প্রার্থী সুব্রত চৌধুরী কর্মী-সমর্থকদের মিছিল নিয়ে নয়া পল্টনে আসেন। তাদের ব্যানারে ফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের ছবি ছিলো। ঢাকা-৯ আসনের প্রার্থী আফরোজা আব্বাস ধানের ছড়া দিয়ে সাজানো একটি ট্রাকে চড়ে বিশাল মিছিল নিয়ে এই র্যালীতে অংশ নেন। সেই ট্রাকে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের বড় প্রতিকৃতি ছিলো। বিজয় র্যালীতে ব্যান্ড সঙ্গীত দলও ছিলো যারা মুক্তিযুদ্ধের গানের মূর্ছনায় নেতা-কর্মীদের উজ্জীবিত করে রাখে।