ঐক্যফ্রন্টে ঐক্য নাই: হাছান মাহমুদ
শুক্রবার বিকেলে সাভারে তেঁতুলঝোড়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে পর পর তিনবার ঢাকা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় অ্যাডভোকেট কামরুল ইসলামকে গণসংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হাছান মাহমুদ আরো বলেন, দেশ এখন খাদ্যে শুধু স্বয়ংসম্পূর্ণ নয় এখন খাদ্যে উদ্বৃত্তের দেশ। গত দশ বছরে বাংলাদেশ বদলে গেছে। দেশ ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছে। বাংলাদেশের মানুষ এবার উন্নয়ন এবং অগ্রগতির পক্ষে রায় দিয়েছে। আমরা জনগণকে যে স্বপ্ন দেখিয়েছিলাম তার বাস্তবায়ন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আমরা পর পর তিনবার রাষ্ট্রক্ষমতায়, তাই খেয়াল রাখতে হবে আমাদের আচার-আচরণে কেউ যেন বিরক্ত না হয়। যদি আমরা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করি এবং বিনয়ী হই তাহলে জনগণ আবারো আমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেবে।
সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজিবের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন, তেঁতুলঝোড়া ইউপি চেয়ারম্যান ফখরুল আলম সমর, ভাকুর্তা ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, আমিনবাজার ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্ল্যা, সাভার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন প্রমুখ।