ঐক্যফ্রন্ট নেতাদের মাথা গরম না করার পরামর্শ নাসিমের

361

ঐক্যফ্রন্ট নেতাদের মাথা গরম না করে শপথগ্রহণে অংশ নেওয়ার পরামর্শ দিয়েছেন ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। বুধবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউতে ১৪ দলের এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

Nacim

নাসিম বলেন, ঐক্যফ্রন্ট যা পেয়েছে তা নিয়েই তাদের আসা উচিত। আমি আশা করি তারা সংসদে আসবে। অতীতের মত একই ভুলের তারা পুনরাবৃত্তি করবেন না। কেননা অতীতের ভুলের জন্য অনেক ক্ষতি হয়েছে। তাদের মাথা গরম না করে ইতিবাচক রাজনীতিতে আসা উচিত।

আওয়ামী লীগের বিজয় নিয়ে নাসিম বলেন, মহাজোটের এই বিশাল জয়ের মাধ্যমে বাংলাদেশের জনগণ স্বাধীনতাবিরোধী শক্তিকে চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করেছে। এই অবিস্মরণীয় বিজয়ের মাধ্যমে জনগণ সন্ত্রাসী দলকে ইতোমধ্যে নিষিদ্ধ করেছে।

তিনি বলেন, তরুণরা এবং মহিলারা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে ভোট প্রদান করেছে তাতে পরিষ্কার বোঝা যায় জনগণ কোনো জঙ্গিবাদী সন্ত্রাসী গোষ্ঠীর নেতৃত্ব চায় না।

নাসিম বলেন, এই নির্বাচনকে সামনে রেখে একটি আশঙ্কা তৈরি হয়েছিল। নির্বাচন বানচাল করার অপচেষ্টা চালিয়েছিল বিএনপি-জামায়াত। একটি টালবাহানার ধূম্রজাল সৃষ্টি করেছিল। কিন্তু বাংলার জনগণের ঐক্যবদ্ধ অবস্থানের কারণে আমরা অবিস্মরণীয় বিজয় অর্জন করেছি।

পুনর্নির্বাচনের দাবিতে নির্বাচন কমিশনে স্মারকলিপি দেওয়া থেকে বিরত থেকে ইতিবাচক রাজনীতিতে আসার আহ্বান জানান নাসিম।

তিনি বলেন, পুনর্নির্বাচনের দাবিতে নির্বাচন কমিশনে স্মারকলিপি দিতে যাওয়া হাস্যকর ব্যপার। যেখানে ভারত, চীন, কাতার, শ্রীলংকাসহ সারা বিশ্ব থেকে প্রধাণমন্ত্রীকে অভিনন্দন জানানো হচ্ছে, সেখানে স্মারকলিপি দেওয়া হাস্যকর ব্যপার। স্মারকলিপি দেওয়া থেকে বিরত থেকে ইতিবাচক রাজনীতিতে আসুন।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, এই নির্বাচনের মাধ্যমে জনগণ দুটি রায় দিয়েছেন। একটি হচ্ছে জঙ্গি সন্ত্রাস মুক্ত শান্তি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখা এবং মুক্তিযুদ্ধের শক্তির পক্ষে আরেকটি হচ্ছে যারা রাজাকার জামায়াত সাম্প্রদায়িক জঙ্গিবাদী সম্প্রদায়ের সাথে পার্টনারশিপ করে অশান্তির রাজনীতি করে তাদের বর্জন করেছে এবং চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করেছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাবেক শিল্পমন্ত্রী ও সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, আওয়ামী লীগের উপ-দপ্তর ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.