ওজনপার্কে হালাল দেশী বাজার সুপার মার্কেটের উদ্বোধন

489

নিউইয়র্ক (ইউএনএ):

নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটির পরিধি বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশী-আমেরিকান ব্যবসা-বাণিজ্যের সংখ্যাও দিন দিন বেড়ে চলেছে। বিশেস করে বাংলাদেশী ব্যবসায়ীরা ছোট ছোট গ্রোসারী ব্যবসায় সাফল্যের পর এখন সুপার মার্কেট ব্যবসায় ভাল করছেন। ইতিমধ্যেইর নিউইয়র্ক সিটির বাংলাদেশী অধ্যুাষিত জ্যামাইকা, জ্যাকসন হাইটস, ওজনপার্ক, ব্রুকলীন, ব্রঙ্কস প্রভৃতি এলাকায় বাংলাদেশী মালিকানায় একাধিক সুপার মার্কেট প্রতিষ্ঠিত হয়েছে।

Halal Deshi Bazar-1
এই সপ্তাহে বাংলাদেশী অধ্যুষিত ওজনপার্কের ৭৪ স্ট্রীট ও ১০১ এভিনিউতে গ্র্যান্ড ওপেনিং হলো বাংলাদেশী মালিকানাধীন হালাল দেশী বাজার সুপার মার্কেট। শুক্রবার বাদ জুমা বেলা ২টায় বিশেষ দোয়া মুনাজাত আর ফিতা কেটে এই সুপার মার্কেটের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ দোয়া পরিচালনা করেন মওলানা রফিক উদ্দিন আর ফিতা অতিথিদের উপস্থিতিতে ফিতা কেটে হবে আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির অন্যতম স্বত্তাধিকারী, বিশিষ্ট ব্যবসায়ী এজে বাবুল। এসময় প্রতিষ্ঠানটির অপর স্বত্তাধিকারীও উপস্থিত ছিলেন। খবর ইউএনএ’র।

Halal Deshi Bazar-2
এর আগে  হালাল দেশী বাজার সুপার মার্কেট-এর সাফল্য কামনা করে শুভেচ্ছা বক্তব্য রাখেন টাইম টেলিভিশন-এর সিইও আবু তাহের, সাপ্তাহিক জন্মভূমি সম্পাদক রতন তালুকদার, বাকডিস-এর নির্বাহী পরিচালক মিসবা আবদীন, সিইও মি. ওয়াল্টার, কমিউনিটির পরিচিত মুখ এএফ মিসবাহউজ্জামান, প্রিন্স রেষ্টুরেন্টের স্বত্তাধিকারী মোহাম্মদ ইলিয়াস, খোকন রিয়ালটির মোহাম্মদ খোকন, বিশিষ্ট ব্যবসায়ী বোরহান উদ্দিন প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন আশরাফুল হাসান বুলবুল।

Halal Deshi Bazar-4

সুবিশাল হালাল দেশী বাজার সুপার মার্কেটে বাংলাদেশী সকল প্রকার খাদ্র-দ্রব্য ছাড়াও নিত্যদিনের প্রয়োজনীয় গ্রোসারী সামগ্রী সহ দেশী-বিদেশী সকল প্রকার মাছ-মাংস, শাক-সবজী, চাল-ডাল, মরিচ-মশলা সব কিছুই পাওয়া যাবে। উদ্বোধন উপলক্ষে দেশী বাজার সুপার মার্কেটে চলছে বিশাল সেল।
উদ্বোধনী দিনে প্রচন্ড ঠান্ডা উপক্ষো করে দেশী-বিদেশী বিপুল সংখ্যক ক্রেতাকে হালাল দেশী বাজার সুপার মার্কেট থেকে বিভিন্ন সামগ্রী ক্রয় করতে দেখা যায়। বিশেষ করে শুক্রবার জুমার নামাজের পর বিপুল সংখ্যক মুসল্লী মসজিদ থেকে ফেরার পথে এই মাকেটে এসে কেনা-কাটা করেন। উদ্বোধনী দিনে ১৫ ডলার মূল্যের পণ্য ক্রয়কারী প্রথম ৫০০ ক্রেতাকে অলিভিলা তেল বিনামূল্যে প্রদান করা হয়। সপ্তাহের ৭দিনই সকাল ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত দেশী বাজার সুপার মার্কেট ত্রেতাদের জন্য খোলা থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.