ওয়াশিংটনডিসিতে বাগডিসির পান্তা ইলিশ অনুষ্ঠান; প্রবাসে ঐতিহ্যের মহামিলন
জাহিদুর রহমানঃভোজন পিপাষু বাংলাদেশীদের পছন্দের নানা রকম ভর্তা দিয়ে অতিথি আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেলো পান্তা ইলিশ। গত ২ জুলাই রোববার ভার্জিনিয়ার ফোর্ট হান্ট পার্কে বাংলাদেশ এসোসিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন ডিসি’র-বাগডিসি আয়োজিত এই ভিন্নধর্মী আয়োজনে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী অংশ গ্রহণ করেন।
আয়োজকরা জানান, বাংলাদেশের রয়েছে গর্ব করার মতো অসংখ্য সংস্কৃতি। সেটি যেমন আচার-অনুষ্ঠানে, পোশাকে কিংবা খাবারে। প্রবাসের নতুন প্রজন্মের কাছে সে সব তুলে ধরতে বাগডিসি আয়োজন করেছে বাঙালির ঐতিহ্যবাহী পান্তা ইলিশ ও রকমারী ভর্তা।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাগডিসির প্রেসিডেন্ট মোহাম্মদ আলমগীর। এ সময় তিনি বলেন, জমজমাট আয়োজনে বিভিন্ন প্রকার ও স্বাদের ভর্তা এবং ঐতিহ্যবাহী পান্তা ইলিশের এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিই প্রমাণ করে বাংলাদেশের মানুষ কতটা অতিথি পরায়ণ ও ভোজন পিপাষু। অনুষ্ঠানে উপস্থিত অনেকে প্রবাসী এ ধরনের আয়োজনের ব্যাপক প্রশংসা করেন। সাইদা পারভীন নামে এক প্রবাসী বলেন, তিনি ২৭ বছর আমেরিকায় বসবাস করে এমন অনুষ্ঠান আগে কখনো দেখেননি।
শুরুতেই উদ্বোধনী নৃত্য পরিবেশন করে ছোট্ট মনি- শ্রুতি, লিয়া, লোরেন, মুন, আর্চি, মাত্রী, শ্রেয়া ও র্যাচেল। এরপর বিভিন্ন পর্বে কাওয়ালি, ফোক, ব্যান্ড গান ও নৃত্য পরিবেশন করা হয়।
সবশেষে অনুষ্ঠানের বিশেষ আকর্ষন ছিল বাংলাদেশের জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী অনিমা মুক্তি গোমেজ-এর সঙ্গীত পরিবেশনা।
“পান্তা-ইলিশ” অনুষ্ঠানে যেমন খুশি তেমন সাজো, বিভিন্ন পর্বে ক্রীড়া প্রতিযোগিতা ও রাফেল ড্র অনুষ্ঠিত হয়। ক্রীড়া পরিচালনায় ছিলেন মাহফুজুর রহমান।
অনুষ্ঠানে ইলিশ মাছ ভাঁজা আর ২০ রকমের ভর্তা দিয়ে পান্তা খেয়ে সবার মাঝে ছিলো তৃপ্তির উচ্ছাস।
অনুষ্ঠান পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন বাগডিসি’র কালচারাল সেক্রেটারি শম্পা বনিক।শব্দ নিয়ন্ত্রনে শান্তনু বড়ূয়া ও কেনি বিশ্বাস সাংস্কৃতিক অনুষ্ঠানটির প্রস্তুতি এবং আয়োজনে যারা বিশেষভাবে সাহায্য করেছেন তারা হলেন- জুয়েল বড়ুয়া এবং আশীষ বড়ুয়া। পুরো অনুষ্ঠানটি সফলভাবে আয়োজন করার জন্য বাগডিসি’র বোর্ড মেম্বারগনও আন্তরিকভাবে সহযোগিতা করেছেন।
বিভিন্নভাবে সহযোগিতার জন্য বাগডিসি’র পক্ষ থেকে যাদের যাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় তারা হলেন- পিপল এন টেক এর আবুবকর হানিপ, ডেটাএনটেক এর সিইও শিরিন আক্তার, ডাটা গ্রুপ ইউএসএর জাকির হোসেন এবং জি বাংলা।
এছাড়াও ওয়াশিংটনডিসি’র সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদানের জন্য বেশ কয়েকজনকে বাগডিসির পক্ষ থেকে সম্মাননা দেওয়া হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন- চৌধুরী, আশীষ বড়ুয়া, মেরিনা রহমান, মোহাম্মদ মজিদ ও দিব্য বড়ুয়া।
অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ড. বদরুল হুদা খান, ইন্জিনিয়ার খোর্শেদ আলম,নেছার আহমেদ,ব্যাবসায়ি হসেন(ছোট) উপস্থিত ছিলেন।