ওয়াশিংটনের রাজপথে মুখোমুখি বিএনপি-আওয়ামী লীগ
নিউজবিডিইউএস:
ওয়াশিংটন ডিসির স্টেট ডিপার্টমেন্টের সামনে বিএনপি ও আওয়ামী লীগ মুখোমুখি অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে । সোমবার উভয় পক্ষ পাল্টিপাল্টি স্লোগান দিলে পরিস্থিতি উত্তাপ্তও হয়ে ওঠে।
ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মী শান্তি সমাবেশ ও বিএনপি’র নেতাকর্মীদের বিক্ষোভ করে। বিপুল সংখ্যক পুলিশ ও নিরাপত্তাকর্মীদের কঠোর অবস্থানের মধ্যে দিয়ে দুই দলের নেতাকর্মীরা তাদের সব অবস্থানে থেকে এ সমাবেশে অংশ নেয়। এই সময় দুই দলের শ্লোগানে কিছুটা উত্তেজনা বিরাজ করে। ওয়াশিংটনের ২২ স্ট্রিটের রাস্তা পুলিশ বন্ধ করে দেয়। স্ট্রিটের উত্তর পাশে অবস্থান নেয় বিএনপি এবং স্ট্রিটের দক্ষিণ পাশে আওয়ামী লীগ। মাঝে মাঝে দুই দলের মধ্যে উত্তেজনা বিরাজ করলে পুলিশ দুই দলের কর্মীদের সরিয়ে দেয়।
সোমবার মেরিল্যান্ড এস্টেট বিএনপির আয়োজনে পূর্ব নির্ধারিত কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের ১৮ টি স্টেটের নেতা-কর্মীরা সকাল থেকে স্টেট ডিপার্টমেন্টের ২২ স্ট্রিটের উত্তর পাশে অবস্থায় নেয়। সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ করে। প্রায় হাজার খানিক নেতাকর্মী ব্যানার প্লেকার্ড ফেস্টুন নিয়ে কর্মসূচিতে অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। বিক্ষোভে বিভিন্ন স্টেট থেকে নেতাকর্মীরা আশায় ধন্যবাদ জ্ঞাপন করেন খোকন।
দলটির নেতারা বিক্ষোভে বলেন, বর্তমান সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে। সুষ্ঠু নির্বাচন হলে ক্ষমতায় টিকে থাকতে পারবে না বলেই বিএনপি নেতা কর্মীদের উপর হত্যা-হামলা-মামলা ও নির্যাতনের পথ বেছে নিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার।
আরও বলেন, নিরপেক্ষ সরকারের দাবিতে ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে পরিকল্পিতভাবে পুলিশ দিয়ে হামলা করে শেখ হাসিনার পেটুয়া বাহিনী। বিএনপি’র মহাসচিব থেকে শুরু করে একের পর এক নেতা-কর্মীদের গ্রেফতারের মাধ্যমে বিরোধীদলকে নেতৃত্বশূন্য করতে চাই ফ্যাসিবাদী সরকার বলেও অভিযোগ করেন প্রবাসী বিএনপির নেতারা। মেরিল্যান্ড স্টেট বিএনপির সভাপতি সাহিদ খান চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ কাজল ও সাংগঠনিক সম্পাদক আলবার সোহাগ সকল স্টেটের নেতাকর্মীদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন সুন্দরভাবে অনুষ্ঠান সম্পন্ন হওয়ায়।
এদিকে একটি পক্ষ যখন সরকারের সমালোচনায় মুখোর, ঠিক তখন সরকারের উন্নয়নে প্রশংসায় মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির রাজপথে আওয়ামী লীগের নেতাকর্মীরা। স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ দুপুর এগারোটা নাগাদ রাস্তার দক্ষিণ পাশে অবস্থান নেয়। বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ডের ফেস্টুন ও ব্যানার নিয়ে দলের পক্ষে শ্লোগান দেয়।
আওয়ামী লীগ নেতারা বলছে, সরকারের উন্নয়ন সহ্য করতে না পেরেই ষড়যন্ত্রে মেতেছে বিএনপি। লন্ডন থেকে তারেক রহমান মিথ্যা তথ্য দিয়ে দেশে অস্থিরতা তৈরি করতে চাই বলেও অভিযোগ আওয়ামী লীগের নেতাকর্মীদের।
দুপুর দেড়টার দিকে বিএনপির একটি মিছিল রাস্তার মধ্যে দিয়ে আওয়ামী লীগের সামনে আসলে উত্তেজনা ছড়িয়ে পরে। এ সময় পুলিশ বিএনপি কর্মীদের রাস্তার মাঝখান থেকে সরিয়ে দিলে পরিস্থিতি শান্ত হয়।