ওয়াশিংটন ডিসিতে কোন সভা হচ্ছে না দলীয় বিশৃঙ্খলার আশংকায়
নিউজবিডিইউএসঃওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কোন সভা হচ্ছে না বলে একটি বিশ্বস্ত সুত্র জানিয়েছে । কারন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা একান্ত ব্যাক্তিগত সফরে এক মাত্র পুত্র সজীব ওয়াজেদ জয়ের বাসায় পরিবারের সবাইকে নিয়ে ব্যাস্ত সময় অতিবাহিত করছেন। ২৮ তারিখে প্রধানমন্ত্রীর জন্মদিন পারিবারিক ভাবে পরিবারের সদস্যদের নিয়ে পালন করবেন । যদিও তিনি জন্মদিন পালন করেন না । সুত্রমতে জানা যায় প্রধানমন্ত্রী নিউইয়র্কে অবস্থান কালে সাক্ষাতের সময় দলীয় নেতাদের বিশৃংখলার কারেন ওয়াসিংটনে কোন সভা হচ্ছে না। তবে এটা কে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদকের ব্যার্থতা বলে অনেকে মনে করছেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল শুক্রবার বিকেলে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি পৌঁছেছেন। নিউ ইয়র্ক থেকে সড়কপথে শুক্রবার দুপুরে ওয়াশিংটনের উদ্দেশ্যে যাত্রা করেন আগামী ২৯ সেপ্টেম্বর দেশের উদ্দেশ্যে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। তিনি লন্ডন হয়ে ২ অক্টোবর দেশে পৌঁছবেন। শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭২তম অধিবেশনে যোগদানের জন্য গত ১৭ সেপ্টেম্বর নিউ ইয়র্ক পৌঁছেন। ২১ সেপ্টেম্বর তিনি জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেন।(সুত্রঃইউএসবাংলা২৪কম)