ওয়াশিংটনডিসিতে অনুষ্ঠিত হল ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি’র “বর্ষবরণ ও বাউল মেলা “

590

 

 

 এ্যন্থনী পিউস গোমেজ, ওয়াশিংটনডিসি :গত ২৯শে এপ্রিল,২০১৭, শনিবার ভার্জিনিয়ার আর্লিংটনস্থ গেইটওয়ে পার্কের উন্মুক্ত সবুজ প্রাঙ্গনে ওয়াশিংটন মেট্রো এলাকার  অন্যতম সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, ‘ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি’র বিরাট আয়োজনে মহা আরম্বরে অনুষ্ঠিত হয়ে গেল নব বর্ষবরণ ও বৈশাখী মেলা-১৪২৪।গেইটওয়ে  পার্কের খোলা চত্বর ওয়াশিংটন মেট্রো এলাকার প্রবাসী বাঙ্গালীদের পদচারনায় মুখরিত হয়ে উঠেছিল বৈশাখী আনন্দ আয়োজনে, প্রানের উচ্ছাসে।facebook_1494132994072 ‘ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি’র এই আয়োজন ছিল ব্যপক মাত্রার…… মেলা প্রাঙ্গণে ভীড় জমেছিল ওয়াশিংটন মেট্রো এলাকার বাঙ্গালীদের উপস্থিতিতে-  পসরা সাজিয়ে বসেছিল রকমারী গহনা ও কাপড়ের দোকান, বাহারী স্বদেশী খাবারের দোকান, খেলনার দোকান, সামাজিক-ব্যবসায়িক সেবাদানকারী অসংখ্য প্রতিষ্ঠানের ব্যনার-শোভিত স্টল।facebook_1494135440544 যেন পার্ক জুড়ে গড়ে উঠেছিল এক খন্ড বাংলাদেশ। পার্কের পুরো চত্বর যখন হাজারো বাঙালির পদচারনায় কানায় কানায় পূর্ণ, তখন একদিকে চলছিল মঞ্চজুড়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের রেশ, অন্যদিকে বাঙ্গালীর চিরায়ত প্রানের আড্ডা…… দুপুরের পোড়া গরমেও চারিদিক মেতে উঠেছিল সবাই এক মিলন মেলায়, তপ্ত আবহাওয়াকে উপেক্ষা করে সবার মুখে ছিল প্রশান্ত হাসি, আনন্দের আবেশ। facebook_1494134261696 অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের ডি,সি,এম জনাব মাহবুব হাসান সালেহ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের প্রধান মিসেস রোকেয়া হায়দার। facebook_1494137856884 (1)অতিথিদ্বয় তাদের বক্তব্যে আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং প্রবাসের মাটিতে রাজপথের ধারে এমনি আয়োজনের মধ্য দিয়ে দেশীয় সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার জন্য “ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি”সহ সংশ্লিষ্ট সকলকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে এই ধারা অব্যাহত রাখার জন্য আহবান জানান।facebook_1494137592916অনুষ্ঠানটির প্রাঞ্জলভাবে সঞ্চালনা করেন ওয়াশিংটনের সবার পরিচিত লেখক, সাংবাদিক  শিব্বির আহমেদ এবং এন টিভি’র জনপ্রিয় উপস্থাপক  আবীর আলমগীর।আয়োজিত এই মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানটি সাজানো হয়েছিল দলীয় সঙ্গীত, একক সঙ্গীত, একক নৃত্য, দলীয় নৃত্য, আবৃত্তি এবং আগত জনপ্রিয় অতিথি শিল্পীদের পরিবেশায়।facebook_1494137357143যারা দলীয় সঙ্গীত পরিবেশন করেন, তারা হলেনঃ শিমুল সরকার, ক্লেমেন্ট এস গমেজ, শামসুন নাহার রুমী, শামীম আরা, রুকসানা পারভীন, পারভীন পাটোয়ারী, ফাহমিদা হোসেন শম্পা, নাজ আহমেদ, দিপ্তী, সারা সুদ মিলা, শেখ মিলন মওলা,  আবু রুমী, আক্তার হোসেন, ওলিয়ুল ইসলাম। দলীয় সঙ্গীত পরিচালনায় ছিলেন ক্লেমেন্ট এস গমেজ।  এছাড়া একক সঙ্গীত পরিবেশন করেনঃ শেখ মওলা মিলন, কালাচাঁদ সরকার, মেট্রো বাউল,  রাফি, উৎপল বড়ুয়া, আফসানা সিরাজ এবং সীমা খান। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল অতিথি শিল্পীদের পরিবেশনা, যারা তাদের সুরেলা কন্ঠে চমৎকার পরিবেশনা দিয়ে শ্রোতা দর্শকদের মাতিয়ে তোলেন তারা হলেন- অনিমা ডি’কস্তা, শাহ মাহবুব এবং বাংলাদেশ থেকে আগত জনপ্রিয় অতিথি শিল্পী- বাদশা বুলবুল। তাদের অনুপম পরিবেশনায় জয় করে নেন সবার মন।facebook_1494134150011যাদের নৃত্যের ঝংকারে কেঁপে উঠেছিল সামনে সবুজ মাঠের খোলা চত্ব্রর, তারা হচ্ছেঃ-একক নৃত্য পরিবেশনাঃ রোকেয়া জাহান হাসি এবং নাতিশা। দলীয় নৃত্য পরিবেশনায়ঃ “মঞ্জরী নৃ্ত্যালয়”- কোরিওগ্রাফার গ্লোরিয়া শিল্পী রোজারিও, নৃত্যে-  মনিষা, সান্দ্রা, রিতি, শেরল, পিটার, সামান্থা, শুভ্র, লরা, মৌসুমী, এলিজাবেথ, লিন্ডা ও জিনিয়া। “বর্ণমালা শিক্ষাঙ্গন”- কোরিওগ্রাফী- রোকেয়া জাহান হাসি, নৃত্যে-  রাইসা, মাইসা, শ্রাবণী, ইশাল, আয়না, সুমাইয়া, অর্পিতা, তামিন, নাজিয়া ও শর্মী।  “বাংলাদেশ বুড্ডিষ্ট কমিউনিটি”-  কোরিওগ্রাফী- বনানী চৌধুরী, নৃত্যে- অংকিতা বড়ুয়া, অবন্তী বড়ুয়া, সুস্মিতা চৌধুরী, অতশী বড়ুয়া ও শুকান্ত বড়ুয়া।facebook_1494133095880

বাংলাদেশ দূতাবাসের ডি,সি,এম জনাব মাহবুব হাসান সালেহ একটি স্বরচিত কবিতা আবৃত্তি করে সবাইকে চমৎকৃত করেন।সাংস্কৃতিক অনুষ্ঠানের একটি বিশেষ পর্বে সদ্য প্রয়াত বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী, মুক্তিযোদ্ধা লাকী আখন্দ-এর প্রতি শ্রদ্ধা নিবেদন করে “আগে যদি জানতাম” শিরোনামে পর্বটি উৎসর্গ করে হয় এবং  তার গাওয়া জনপ্রিয় গানগুলো থেকে বেশ কিছু গান পরিবেশন করা হয়। এই বিশেষ অংশে যেসব গানগুলো পরিবেশ করা হয়, তা হলঃ

 “আগে যদি জানতাম”– ক্লেমেন্ট এস গমেজ, “আমায় ডেকোনা”- সীমা খান, “যেখানে সীমান্ত”- রাফি আলম, “মামুনিয়া”- আফসানা সিরাজ, “চলনা ঘুরে আসি”- আবু রুমী।  এ পর্বের প্রায় শেষ পর্যায়ে সবাই দাঁড়িয়ে প্রয়াত এই শিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে যারা যন্ত্রসঙ্গীতে সহযোগিতা করেছেন, তারা হলেনঃ  শব্দ নিয়ন্ত্রনে- শিশির,   গীটারে- তুর্য, অক্টোপ্যাডে প্রান্তিক, কি-বোর্ডে সৌমী, ড্রামে কেনী, তবলায়- আশীষ বড়ুয়া এবং আতিক রহমান, বেইজ-এ – নাফিস, ঢোল- শফিক ঢোলকিয়া|মঞ্চ সজ্জায় ছিলেন জনাব আবু রুমি। পেইন্টিং-এ- সারা, অরিন, প্রান্তিক এবং নাজ আহমেদ। মঞ্চের পেছনে পর্দা সজ্জা (ব্যাক ড্রপ)- সৈয়দ হাসান ইমাম (বাংলাদেশ)। এছাড়া অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জনাব আবু রুমী এবং জনাব আক্তার হোসেন। অনুষ্ঠানের বিশেষ সহযোগিতায় ছিলেন-  নুরুল আমিন নুরু এবং রবিউল ইসলাম শিশির। অন্যান্য সহযোগিতায়- অনিক, প্রদীপ ঘোষ, আব্দুল তারেক, লাকি, কেনী এবং তুর্গ।

অনুষ্ঠানের গ্র্যান্ড স্পন্সর ছিলেন শিরিন আক্তার, ডাটা এন্ড টেক। এক্সিকিউটিভ গ্র্যান্ড স্পন্সর- টিডি ব্যাঙ্ক,  গোল্ডেন স্পন্সর ছিলেন আবু হক- আমেরিকান নেশনওয়াইড মর্টগেজ, মিঃ কবীর পাটোয়ার ও মিসেস পারভীন পাটোয়ারী,  মিঃ গোলাম মোস্তাফা এবং  মিসেস রুক্সানা পারভীন, গো ঢাকা ডট কম, মোহাম্মদ আলী- অল স্টেট ইন্সুরেন্স, কাজী টি ইসলাম- ই আর সল্যুশন, কাবাব কিং ও দেশী বাজার, মোহাম্মদ হক রাজীব- পার্টনার রিয়েলটি, মাসুদ হাসান- কুইক সেল রিয়েলটি, আবুল তারেক- পিয়ার্সন স্মিথ রিয়েল স্টেট, আনিস খান- রিম্যাক্স রেয়ালটি, মজিবুল হক- বি এন আই রিয়েলটি, সালেউদ্দিন এম ইয়াহিয়া-এস আর এস ইঙ্ক। এছাড়া ছিলেন- অনলাইন পার্টনার “ওয়াশিংটন বাংলা”, টিভি পার্টনার- এনটিভি।facebook_1494135470041

অনুষ্ঠানের অফিসিয়াল ফটোগ্রাফীর দায়িত্বে ছিল ওয়াশিংটনের জনপ্রিয় ফটোগ্রাফী এলায়েন্স  “মোমেন্টস ফটোগ্রাফী” (রাজীব বড়ুয়া, এ্যন্থনী পিউস গোমেজ, বিপ্লব দত্ত এবং শাওন রহমান)। অনুষ্ঠানের ভিডিওগ্রাফী করেছেন কচী খান এবং মোহসিনা রিমি।facebook_1494134404808

অনুষ্ঠান শেষে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি’র কর্ণধার জনাব আবু রুমী এবং আকতার হোসেন সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তাদের আয়োজিত এই ‘বর্ষবরণ ও বাউল মেলা’য় সবার অংশগ্রহনের জন্য।

সারাদিনের আনন্দমুখর একটি চমৎকার বৈশাখী মেলার আনন্দস্মৃতি বুকে নিয়ে আনন্দের আবেশে সবাই যার যার ঘরে ফিরে যান। সামনের দিকে এগিয়ে যেতে যেতে অনেক কিছু আমরা পেছনে ফেলে আসি, কিন্তু ফেলে আসা যায়না স্বদেরশের স্মৃতি, স্বদেশের প্রতি আমাদের অন্তরের ভালবাসা, স্বদেশী সাহিত্য-সংস্কৃতি-ঐতিহ্যের প্রতি আমাদের গভীর অনুরাগ- কারণ, স্বদেশ এবং স্বদেশের কৃষ্টি ও ঐতিহ্যের মধ্যেই আমাদের অস্তিত্বে্র শেকড়!

 

 

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.