ওয়াশিংটনডিসিতে বাকোডিসির আয়োজনে জমজমাট পিকনিক ১৬ জুলাই
নিউজবিডিইউএসঃ আগামী ১৬ জুলাই রোববার অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ আমেরিকান কালচারাল অর্গানাইজেশন অব ডিসি-বাকোডিসির পিকনিক। জমজমাট এ আয়োজনটি অনুষ্ঠিত হবে ভার্জিনিয়ার অপরুপ প্রকৃতি আর লেক সমৃদ্ধ লেক ফেয়ারফ্যাক্স পার্কে। ওয়াশিংটনডিসির বৃহত্তম এ সংগঠনটির সভাপতি কাজী এম রহমান ও সাধারন সম্পাদক তালহা রহমান জানান, নগরীর কোলাহল আর কর্ম ব্যস্ততার বাইরে প্রবাসীরা একটি দিনের জন্য মেতে থাকবেন আনন্দ আর উৎসবে। পিকনিকটা প্রবাসী বাংলাদেশীদের মিলন মেলায় রুপ নেবে বলেও আশা প্রকাশ করেন তারা। পুরো আয়োজনকে প্রাণবন্ত করতে থাকবে র্যাফেল ড্র, বারবিকিউ এবং বাচ্চাদের খেলাধুলো। বনভোজনে অংশগ্রহন এবং অন্যান্য তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন ;কাজি এম রহমান ৭০৩৯৩২৮৯১৪,তালহা রহমান৭০৩৯৩২৮৯১৪ ,লিটন৭০৩৯৩২৮৯১৪