ওয়াশিংটনডিসিতে বৈশাখী মেলা ১৪ এপ্রিল
নিউজবিডিইউএস:বৈশাখ একান্তই বাংলার ঋতু, আর এই বৈশাখের প্রথম দিনটি সাড়ম্বরে পালিত হয় গোটা বাংলাদেশে নববর্ষ উৎসব হিসেবে। শুধু দেশের ভিতরেই সীমাবদ্ধ নয় বাঙ্গালী সংস্কৃতির এ উৎসব এখন ছড়িয়ে পড়েছে পৃথিবীর বহু দেশে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষী মানুষের মাঝে।