ওয়াশিংটনডিসিতে সেহেরি পার্টি

739

এ্যন্থনী পিউস গমেজ,ওয়াশিংটনডিসি:রমজান মাস সিয়াম সাধনার মাস, ত্যাগ স্বীকারের মাস, ইবাদত করার মাস, নিজেকে নতুন করে পবিত্র করার মাস, পবিত্র জীবন যাপনে অঙ্গীকার করার মাস। রমজানের সময় বিশ্বব্যাপী সমস্ত মুসলিম বিশ্বে ইসলামিক  ধর্মীয় বিধান অনুযায়ী রোজা-নামাজ পালন করে ফরজ আদায় করে থাকেন। আর রমজান মাসে চাঁদ দেখার উপর নির্ভর করে ঈদ উৎসবের দিন। এবারের রমজান মাসেও সারা মুসলিম বিশ্বে চলছে রোজা-নামাজ এবং সেহেরি-ইফতারির পালা।Sehri 7 আর এই রমজান মাসে রোজার বিশেষ অংশ হিসেবে প্রতিদিনের আয়োজনে থাকে সেহেরি এবং ইফতার। ভোর বেলায় সেহেরি খেয়ে, নামাজ পড়ে সারাদিন রোজা রেখে সিয়াম সাধনা করে সন্ধ্যায় পরিবার, আত্মীয়স্বজন এবং বন্ধুবান্ধবদের নিয়ে ইফতারের আয়োজন রমজান মাসের বিশেষত্ব। এর মধ্য দিয়ে সবার মাঝে ধর্মীয় অনুভূতির পাশাপাশি গড়ে উঠে এক মিলন ও ভ্রাতৃত্বের বন্ধন, সবাইকে নিয়ে সহভাগিতা করার এক বিশেষ আনন্দ আয়োজন।         আর এরই ধারাবাহিকতায় পবিত্র রমজানের অনুভূতি সহভাগিতা করার জন্য গত শনিবার ২রা জুন মধ্যরাতে আর্লিংটনস্থ “ঘরের খাবার” রেস্টুরেন্টে সেহেরি পার্টির আয়োজন করেছিলেন ওয়াশিংটন মেট্রো এলাকার সাংস্কৃতিক সংগঠক, জনাব আবু রুমী। এবারের এই আয়োজন নিয়ে এটা ছিল তাদের চতুর্থবারের আয়োজন। Sehri 11সারাদিন রোজা রেখে দিনের শেষে ক্লান্ত অবস্থায় বিশ্রাম না নিয়ে সবাই মধ্যরাতে সেহেরিতে যোগদান করায় আপ্লুত হয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে জনাব আবু রুমী।আয়োজিত সেহেরিতে বক্তব্য রাখেন করিম সালাউদ্দিন, মাহমুদুন নবী বাকী, নুরুল আমিন নুরু,রেদোয়ান চৌধুরী, এ্যন্থনী পিউস গোমেজ, আব্দুস সাত্তার, তৌফিক হাসান, আবু সরকার,দস্তগীর জাহাঙ্গীর , রবিউল ইসলাম রবি, মিসেস নুরুল আমিন,মিসেস করিম সালাউদ্দিন,আরিফুল ইসলাম সহ আরো বেশ কয়েকজন তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন আবু রুমী ।Sehri 12 বক্তাগন তাদের বক্তব্যে রোজা-নামাজের ফরজ আদায় এবং এর তাৎপর্য ও মাহাত্য, ধর্মীয় বিধান অনুযায়ী ফিৎরা ও জাকাত প্রদান এবং মানুষের প্রতি ভালবাসা ও শান্তির মধ্য দিয়ে সৃষ্টিকর্তার ইবাদত করার সুন্দর অনুভূতি উপস্থাপন করেন। এছাড়া কয়েকজন রমজানের গান পরিবেশন করেও এই সুন্দর আয়োজনে একটি বিশেষ আবহের সৃষ্টি করেছেন এবং আবু রুমি উপস্থিত সবাইকে তার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ব্যক্ত করেন। Sehri 9এছাড়া তিনি বিশেষ ধন্যবাদ জানান “ঘরের খাবারে”র মালিক মিঃ রাজাকে এতরাত্রে এসে রেষ্টুরেন্টে এই আয়োজন করার অনুমতি দেয়ার জন্য এবং সেহেরির খাবার পরিবেশন করার জন্য।সবার সান্নিধ্যে, সবার সহভাগিতায় সম্পন্ন হয় ওয়াশিংটনে আবু রুমী আয়োজিত সেহেরি পার্টি। রমজানের এই মাসে সবার জন্য দোয়া কামনা করে সবাই বিদায় গ্রহন করে।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.