ওয়াশিংটনডিসি প্রবাসী ইঞ্জিনিয়ার খোরশেদ আলমের পিতৃ বিয়োগ…
জাহিদুর রহমান, ওয়াশিংটন ডিসিঃ নিউজ বিডি ইউএস এর উপদেষ্টা, ওয়াশিংটনডিসি কমিউনিটির প্রিয় মুখ ইঞ্জিনিয়ার খোরশেদ আলমের পিতা সমাজ সেবক ধলু মিয়া (সাধু) ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।
মঙ্গলবার বাংলাদেশ সসময় সকাল ৬.১৫ মিনিটে ঢাকার ধামরাইয়ের চৌহাটি গ্রামে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যূকালে তার বয়স হয়েছিলো ৯০ বছর।
ইঞ্জিনিয়ার আলম তার বাবার মাগফেরাত ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন। উল্লেখ্য মরহুম সাধুমিয়া মকছেদ চেয়ারম্যান এর পিতা।
ইঞ্জিনিয়ার খোরশেদ আলমের পিতৃ বিয়োগে গভীর শোক প্রকাশ করেছেন অনলাইন নিউজ পোর্টাল নিউজ বিডি ইউ এস ডট কমের প্রকাশক ও সম্পাদক এস এম জাহিদ রহমান।