ওয়াশিংটনডিসি  বাংলাদেশ দূতাবাসে  বঙ্গবন্ধুর জন্মদিন পালিত

220

সুবীর কাস্মীর পেরেরাঃ বন্ধবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিন পালিত হয় ওয়াশিংটনডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে ।

1

এই উপলক্ষে দূতাবাসের প্রথম পদক্ষেপ শিশু-কিশোরদের জন্য আবৃত্তি, গান, চিত্রাঙ্কন ও যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা।

2
১১ মার্চ  শনিবার সকাল ১০ ঘটিকায় শুরু হয় শিশি-কিশোরদের আবৃত্তি, গান, চিত্রাঙ্কন ও যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা।  শিশু থেকে পঞ্চম শ্রেণী, ষষ্ঠ থেকে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিপুল সখ্যক প্রতিযোগী অংশ গ্রহণ করে।
বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারী জনাব আবদুল্লাহ আল মামুন জানান, দুদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি নেয়া হয়েছে। ইতোমধ্যে প্রথম পর্ব শেষ হয়েছে।  অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে থাকবে শিশু-কিশোরদের জন্য যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা। আগামী ১৮ মার্চ শনিবার দূতাবাসের বঙ্গবন্ধু অডিটোরিয়ামে সকাল ১১টা থেকে চলবে প্রতিযোগিতার পাশাপাশি আলোচনা অনুষ্ঠান।
শেষ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের জন্য ও আমেরিকায় জন্ম নেয়া শিশুদের জন্ম বাংলাদেশ দূতাবাস বছর ব্যাপী নানা কর্মসূচি নিয়ে থাকেন। শিশুদের বাংলা ভাষা ও বাংলা সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেয়া সহ দেশীয় সংকৃতিকে ভিনদেশের মাঝে তুলে ধরে দূতাবাসের মূল লক্ষ্য।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.