ওয়াশিংটনডিসি মায়ানমার দুতাবাসের সামনে প্রতিবাদ সমাবশে ও জুম্মার নামাজ
নিউজবিডিইউএস: আগামীকাল শুক্রবার দুপুর ১২ টায় ওয়াশিংটনডিসি মায়ানমার দুতাবাসের সামনে প্রতিবাদ সমাবেশ ও জুম্মার নামাজ অনুষ্ঠিত হবে। মায়ানমার আজ পৃথিবীর ইতিহাসে এক নিকৃষ্ট বর্বর দেশের নাম, যাদের নৃশংস ছোবলে আরাকান আজ ক্ষতবিক্ষত,যাদের কাছে নিষ্পাপ শিশু থেকে বৃদ্ধ্যরাও আজ নিরাপদ নয়।
আমাদের বিশ্বাস, আরাকানের রোহিঙ্গা জাতির উপর জায়ান্ট সরকার কর্তৃক পরিচালিত ইতিহাসের নিকৃষ্টতম নৃশংসতা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি বিবেকবান মানুষকে ব্যথিত করয়েছে।
বিশ্বের প্রতিটি প্রান্তের শান্তিকামী মানুষ প্রতিবাদ মুখর হয়ে উঠছে মায়ানমারের জায়ান্ট সরকারের বিরুদ্ধে।
এই প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করা দল, মত নির্বিশেষে সকল শান্তিকামী প্রবাসী ভাই, বোনদের এক নৈতিক ও মানবিক দায়িত্ব।
যাদের সুযোগ রয়েছে, বিবেকের কাছে দায়বদ্ধতা নিয়ে
সকলকে অংশগ্রহণ করার বিনীত অনুরোধ করা হচ্ছে।[খুতবা ১২.৩০, নামাজ ১টায়]
Dear Brothers and Sisters,
Everyone is well aware of the genocide in Myanmar. We have arranged a peaceful protest and prayer for this Friday, September 8th from 12 PM to 2 PM in from of the Myanmar Embassy (2300 s st nw, Washington dc 20008). Please try to come on time as well as you can.
কমিউনিটির বন্ধুদের শেয়ার করে সকলকে জানার ও অংশ নেয়ার সুযোগ করে দেয়ার বিনীত অনুরোধ করা হচ্ছে।( Sponsor by: ICNA,DAR Al HURAH,…….MAS DC),প্রেস বিজ্ঞপ্তি।