ওয়াশিংটনডিসি যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  

622

 নিজস্ব প্রতিবেদক:বালাদেশ আওয়ামী যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে মেট্রো ওয়াশিংটন আওয়ামী যুবলীগ। এ উপলক্ষ্যে গত ১৪ নভেম্বর সোমবার ভার্জিনিয়ার কাবাব কিংএ এক আলোচনা সভার আয়োজন করে এবং কেক কাটা হয়।FB_IMG_1511064731808
আলোচনা শুরুতে কেন্দ্রীয় যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনি ও ‘জাতির জনক’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ আগষ্ট নিহত তাঁর পরিবারের সকলের বিদেহী আত্বার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।FB_IMG_1511064769058
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মেট্রো ওয়াশিংটন আওয়ামী যুবলীগের সভাপতি রাবিউল ইসলাম রাজু । আলোচনায় অংশ নেন মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা প্রফেসর জিয়াউদ্দিন খান,সভাপতি সাদেক খান, সহ সভাপতি মোহাম্মদ আযম আজাদ, সাধারন সম্পাদক এম নবী বাকী, যুগ্ম সম্পাদক হারুন উর রশীদ, যুগ্ম সম্পাদক কামাল হোসেন, মেট্রো ওয়াশিংটন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সর্বজিৎ দাস তুর্য, মেট্রো ওয়াশিংটন স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন শিকদার, সাধারণ সম্পাদক খিজির আহমেদ টিটু, FB_IMG_1511064754043
সভায় সাদেক খান তথাকথিত বৃহত্তর ওয়াশিংটন যুবলীগকে উদ্দেশ্য করে বলেন, বৃহত্তর বলতে কোন শব্দ নেই, মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ এবং তাদের সহযোগী সংগঠন মেট্রো ওয়াশিংটন আওয়ামী যুবলীগই হচ্ছে বৈধ। তিনি ‘বৃহত্তর’ শব্দটি ব্যবহার না করতে হুশিয়ারী উচ্চারন করেন।
এম নবী বাকী মেট্রো ওয়াশিংটন আওয়ামী যুবলীগ গঠন প্রক্রিয়া সম্পর্কে সবিস্তারে বর্ণনা দেন। এছাড়া অন্যান্য বক্তা যুবলীগ গঠনে শেখ ফজলুল হক মনির অবদান তুলে ধরেন এবং যুবলীগের বর্ণাঢ্য কার্যক্রমের বর্ণনা দেন।
সাধারন সম্পাদক তুর্য যুবলীগকে শক্তিশালী করতে সকলের পরামর্শ কামনা করেন এবং মেট্রো ওয়াশিংটনের মাটিতে যুবলীগের কর্মকান্ড উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।FB_IMG_1511064777285
সভাপতি রাবিউল ইসলাম রাজু সভায় উপস্তিত সকলকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যত যুক্তরাষ্ট্র যুবলীগ গঠনে মেট্রো ওয়াশিংটন যুবলীগ যাতে করে অবদান রাখতে পারে তার জন্য সবার দোয়া কামনা করেন।
যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর সভায় উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রোমিও হক, স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি জাহিদুল ইসলাম, মেট্রো ওয়াশিংটন আওয়ামী যুবলীগের সহ সভাপতি রাসেল জোয়ার্দার, যুগ্ম সম্পাদক ইমরান হামিদ, যুগ্ম সম্পাদক রাহাত, সাংগঠনিক সম্পাদক জামিল, তুরকো, আনিক, দিনার, ইতি, নিকিতা প্রমুখ। নৈশভোজের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।

 

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.