ওয়াশিংটনডিসি সহ যুক্তরাষ্ট্রে ঈদ শুক্রবার

768

নিউজবিডিইউএস:ওয়াশিংটনডিসিসহ যুক্তরাষ্ট্রে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে আগামীকাল শুক্রবার। এ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের রাজধানীসহ বৃহত্তর ওয়াশিংটনের মেরিল্যান্ড, ভার্জিনিয়া ও ওয়াশিংটন ডিসিতে বসবাসরত মুসলিম সম্প্রদায়ের মধ্যে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।ওয়াশিংটনডিসির ইসলামিক সেন্টার মসজিদে ১ টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০ টায়।eid-ul-adha-greeting-cards-imagesওয়াশিংটনডিসির একমাত্র বাংলাদেশী মসজিদ বায়তুল মুকাররমে ৩ টি ঈদের জামাতের আয়োজন করেছে। সকাল ৮টা,৯.১৫ ও১০.৩০ মিনিটে অনুষ্ঠিত  হবে। ওয়াশিংটনের অল ডালাস মুসলিম সেন্টার (এডাম সেন্টার) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রত্যেকটি শাখায় ঈদুল ফিতরের নামাজের আয়োজন করেছে।
ভার্জিনিয়ার উডব্রীজ ম্যানাসাস সংলগ্ন দার আল নুর মসজিদে ঈদুল ফিতরের ৪টি জামাতের আয়োজন করেছে। জামাতগুলো সকাল সাড়ে ৬টা, ৮টা, সোয়া ৯টা ও সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে।received_1806749159383356
ভার্জিনিয়ার ফলসচার্চের দারুল হিজরা মসজিদে পবিত্র ঈদুল ফিতরের ৬টি জামাতের আয়োজন করা হয়েছে। জামাতগুলো সকাল ৭টা, ৮টা, ৯টা, সোয়া ১০টা, সোয়া ১১টা ও সোয়া ১২টায় অনুষ্ঠিত হবে।
বৃহত্তর ওয়াশিংটনের বাংলাদেশ এসোসিয়েশন অব আমেরিকা ইনক (বাই)পবিত্র ঈদুল ফিতরের দুটি জামাতের আয়োজন করেছে। জামাত দুটি ওয়েন্ডহ্যাম গার্ডেন ম্যানাসাস, ১০৮০০ ভান্দর লেইন, ম্যানাসাস, ভার্জিনিয়া ২০১০৯ এ সকলা ৯টা এবং ১০ ঘটিকার সময় অনুষ্ঠিত হবে।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.