ওয়াশিংটনে পিঠা উৎসব মাতাবে শিল্পী হৃদয় খান
প্রথমবারের মত ওয়াশিংটন মাতাতে বাংলাদেশ থেকে আসছে তরুণ প্রজন্মের জনপ্রিয় শিল্পী হৃদয় খান। আগামী ১৯ জানুয়ারি শনিবার ডিসি, মেরিল্যান্ড ও ভার্জিনিয়ার জনপ্রিয় সংগঠন ফ্রেন্ডস এন্ড ফ্যামেলী আয়োজিত পিঠা উৎসবে হৃদয় খান সঙ্গীত পরিবেশন করবেন।
আয়োজক সংগঠনের প্রধান আকতার হোসাইন জনান, অনুষ্ঠানে শিল্পী হৃদয় খনের সাথে আরও থাকছে বাংলাদেশ আগত বাউল শিল্পী সায়রা রেজা ও নিউইয়র্কের জনপ্রিয় শিল্পী বকুল।
ওয়াশিংটন ডিসি, মেরিল্যান্ড ও ভার্জিনিয়ার জনপ্রিয় সাংস্কৃতিক সংগঠন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ডিএমভি প্রতি বছরের মতো এবারও বৃহত্তর ওয়াশিংটন প্রবাসী বাংলাদেশিদের নিয়ে পিঠা উৎসবের আয়োজন করতে যাচ্ছে।
পিঠা উৎসবের পাশাপাশি অনুষ্ঠানকে সাজানো হয়েছে দেশীয় সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে। বাংলাদেশ থেকে আগত আমন্ত্রিত শিল্পী ছাড়াও অনুষ্ঠানে থাকবেন স্থানীয় শিল্পীদের নাচ-গান সহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা।
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কর্ণধার আকতার হোসাইন আরও জানান, পিঠা উৎসবের সব প্রস্তুতি প্রায় চূড়ান্ত। অনুষ্ঠানে পিঠা স্টলের পাশাপাশি থাকবে শাড়ি-গয়নাসহ নানা সামগ্রীর স্টল। থাকবে পিঠা প্রতিযোগিতা ও র্যাফেল ড্র।
প্রতি বছরের মতো এই উৎসবে যোগ দেওয়ার জন্য মেট্রো ওয়াশিংটন এলাকায় বসবাসরত সব প্রবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন আয়োজকেরা। অনুষ্ঠান-সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য আকতার হোসাইন (৭০৩-৩৮৯-৬৭৮৯), বোরহান আহমেদ (২০২-৭১৪-৭০৩৮), মোস্তফা মুকুল (৭০৩-২০০-২১৩৬) ও শিব্বীর আহমেদের (২০২-৭০৫-৭৯০০) সঙ্গে যোগাযোগ করার জন্য সংগঠনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
পিঠা জাতীয় ঐতিহ্যের অংশ