ওয়াশিংটনে মুক্তিযুদ্ধের পক্ষের বিজয় দিবসের অনুষ্ঠান ২০ ডিসেম্বর
ওয়াশিংটন : আগামী ২০ ডিসেম্বর রবিবার সন্ধ্যায় ওয়াশিংটনে অুনষ্ঠিত হতে যাচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষ শক্তির বিজয় দিবসের অনুষ্ঠান। মেট্র ওয়াশিংটন আওয়ামী লীগ, ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগ, মেরিল্যান্ড স্টেট আওয়ামী লীগ, বৃহত্তর ওয়াশিংটন যুবলীগ, বৃহত্তর ওয়াশিংটন স্বেচ্ছাসেবক লীগ, বৃহত্তর ওয়াশিংটন ছাত্রলীগের আয়োজনে অনুষ্ঠিত হবে এই বিজয় দিবসের অনুষ্ঠান। বিজয় দিবসের এই অনুষ্ঠান সন্ধ্যা ৫টা ঘটিকায় কমফোর্ট ইন হোটেল পেন্টাগন সিটি, ২৪৮০ সাউথ গ্লিব রোড, আর্লিংটন, ভার্জিনিয়া ২২২০৬ এ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে নিউইয়র্ক থেকে আসছেন বাংলাদেশ টেলিভিশনের সাবেক প্রযোজক লেখক সাংবাদিক ও কবি বেলাল বেগ।
ওয়াশিংটনে বিজয়ের দিবস উদ্যাপনের লক্ষ্যে ১৩ নভেম্বর রবিবার ভার্জিনিয়ার স্প্রীংফিল্ডস্থ নিরালা রেষ্টুরেন্টে এক বৈঠকে মিলিত হন বৃহত্তর ওয়াশিংটনপ্রবাসী মুক্তিযুদ্ধের চেতনা শক্তির নেতৃবৃন্দ। বৈঠকে উপস্থিত ছিলেন মেট্র ওয়াশিংটন আওয়ামী লীগ সভাপতি সাদেক খান, সহ সভাপতি অ্যাডভোকেট আমর ইসলাম, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসাইন, আইন বিষয়ক সম্পাদক দস্তগীর জাহাঙ্গীর, মেট্র ওয়াশিংটন আওয়ামী লীগের প্রাক্তন সভাপতি আলাউদ্দীন আহমেদ, ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগ সভাপতি রফিক পারভেজ, ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগ নেতা জি আই রাসেল প্রমুখ। এছাড়াও টেলিফোনে সভায় সংযুক্ত হন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ উপদেষ্টা ড. খন্দকার মনসুর, মেরিল্যান্ড স্টেট আওয়ামী লীগ নেতা শেখ মোহাম্মদ সেলিম, বৃহত্তর ওয়াশিংটন স্বেচ্ছাসেবক লীগ সাধারন সম্পাদক ওসমান খান মুনশি, বৃহত্তর ওয়াশিংটন ছাত্রলীগ সভাপতি তালুকদার শামসুজ্জোহা, সাধারন সম্পাদক মীর রফিকুল ইসলাম প্রমুখ।
বৈঠকে আগামী ২০ ডিসেম্বর রবিবার মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তির আয়োজনে অনুষ্ঠিত এই বিজয় দিবসের বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবে ওয়াশিংটনের জনপ্রিয় ব্যান্ড জটিল। এছাড়াও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় নাচ ও গান পরিবেশিত হবে। অনুষ্ঠানে আগত অতিথিদের জন্য রাতের খাবারের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে আয়োজকবৃন্দ।
এদিকে মেট্র ওয়াশিংটন আওয়ামী লীগ সভাপতি সাদেক খান সভায় জানান, মেট্র ওয়াশিংটন আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তির ব্যানারে সম্মিলিত ভাবে বিজয় দিবসের অনুষ্ঠানের আয়োজন করছে। মেট্র ওয়াশিংটন আওয়ামী লীগ আলাদ ভাবে কোন বিজয় দিবসের অনুষ্ঠান করছেনা। দলের কেউ যদি দলের নিয়ম শৃংখলা ভঙ্গ করে চেইন অব কমান্ড না মেনে অবৈধ ভাবে কোন অনুষ্ঠান করে তাহলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে কঠোর হুঁশিয়ারী উচ্চারন করেন। বিজ্ঞপ্তি।