ওয়াসিংটন ডিসিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ আমেরিকান কালচারাল অর্গানাইজেশনের সম্মেলন
_এন্ট্রি ফি ছাড়াই অংশগ্রহণ করতে পারবেন প্রবাসী বাংলাদেশীরা।_
নিউজবিডি ইউএসডেস্কঃ আগামী ৩ ও ৪ সেপ্টেম্বর ওয়াসিংটন ডিসিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ আমেরিকান কালচারাল অর্গানাইজেশন-বাকওডিসি সম্মেলন। আরলিংটন, জেফারসন ডেভিস হাইওয়ের হলি ডে ইন এক্সপ্রেস-এ আয়োজিত অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীরা অংশগ্রহণ করবে। গ্রেটার ওয়াশিংটন ডিসিতে প্রায় ৪০ হাজার বাংলাদেশী বসবাস করে।
কিন্তু বিশাল এই জনগোষ্ঠি ভালো আয়োজনে এক জায়গায় মিলিত হবার তেমন কোন সুযোগ পাননা। শত কর্মব্যস্ততার মাঝে তারা যেন সেই সুযোগটুকু পান, সে লক্ষেই এ আয়োজন। দু’দিনব্যাপী এ আয়োজনে সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বাংলা ভাষা, ইতিহাস ও সংস্কৃতির নানা দিক নতুন প্রজন্ম বাংলাদেশী আমেরিকানদের কাছে তুলে ধরা হবে। কোন এন্ট্রি ফি ছাড়াই প্রবাসী বাংলাদেশীরা দু’দিনের এ বিশাল আয়োজনে অংশগ্রহণ করতে পারবে। (প্রেস বিজ্ঞপ্তি)