ওয়াসিংটন ডিসিতে রংতুলির আয়োজনে শ্রীকান্ত আচার্য্য সংগীত সন্ধ্যা…
জাহিদ রহমান, ওয়াশিংটনডিসিঃ ভারতীয় জনপ্রিয় কন্ঠশিল্পি শ্রীকান্ত আচার্য্যকে নিয়ে এবার সংগীত সন্ধ্যার আয়োজন করেছে রংতুলি।
আগামী ৯ অক্টোবর সন্ধ্যা ৬ টায় ভার্জিনিয়ার স্প্রিং ফিল্ডের লী হাই স্কুল অডিটোরিয়ামে সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হবে।
আয়োজকরা জানান, শ্রীকান্ত আচার্য্যের ভক্ত-শ্রোতাদের চাহিদার প্রেক্ষিতে এ আয়োজন। শ্রীকান্ত তাঁর সুরের যাদুতে দর্শক-শ্রোতার মন জয় করতে পারবেন বলেও আশা করছেন তারা।
অনুষ্ঠানে প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে, ২০, ৩৫, ৫০ এবং ভিআইপি ১০০ ডলার। রংতুলির এটি ৬ষ্ঠ তম আয়োজন।