ওয়াসিংটন ডিসি বিএনপি নেতা হাফিজুর রহমান খানের পিতার ইন্তেকাল……..
নিউইয়র্কঃ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবি ও বিশিষ্ট সমাজসেবক এ কে এম রশিদ উদ্দিন খান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১০ টায় নিউইয়র্কের লংআইল্যান্ডের বাস ভবনে তিনি ইন্তেকাল করেন। মৃতু্যকালে তার বয়স হয়েছিলো ৭৮ বছর।
একেএম রশিদ উদ্দিন যুক্তরাষ্ট্রের গ্রেটার ওয়াসিংটন ডিসি বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাফিজুর রহমান খানের পিতা।
বুধবার বাদ জোহর নিউইয়র্কের উইলিয়াম ফ্লোড পার্কওয়ের ইসলামিক সেন্টার অব মাস্টিক শিরলীর মসজিদ উমর বিন খাত্তাবে জানাযা অনুষ্ঠিত হবে।
জানাযা শেষে ওয়াশিংটন মেমোরিয়াল পার্ক ৮৫৫,ক্যানেল রোডে দাফন করা হবে।